অদৃশ্য হওয়ার এক বিশেষ ধরণের কাপড়

যে পোশাক পড়লেই হয়ে যাবেন অদৃশ্য, অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে চীন! এতদিন শুধু সিনেমার পর্দায় হিরোদেরকে অদৃশ্য হতে দেখা গেছে। কিন্তু এখন থেকে সিনেমায় নয়, বাস্তবে অদৃশ্য হতে পারবে মানুষ। সত্যি সত্যি  অদৃশ্য হওয়ার অসম্ভব ক্ষমতাকে সম্ভব করে ফেলেছেন চীনা বিজ্ঞানীরা।

তারা এমন এক কাপড় আবিষ্কার করেছেন যেটি গায়ে জড়ালে দিনের বেলা তো বটেই, এমনকি রাতেও কেউ খুঁজে পাবে না। শুধু তাই নয়, অত্যাধুনিক প্রযুক্তির আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স যুক্ত সিকিউরিটি ক্যামেরা পোশাক পরা ব্যক্তিকে সনাক্ত করতে পারবে না। মজার ব্যাপার হলো, বিশ্বজুড়ে সারা ফেলে দেওয়া এই পোশাক দেখতে যেকোনো সাধারণ কাপড়ের মতই। খালি চোখে অন্য আট দশটা পোশাক থেকে একে আলাদা করা সম্ভব নয়।

২০২২ সালে আবিষ্কার করা এই পোশাকটির নাম দেওয়া হয়েছে ইনভিস ডিফেন্স। পোশাকটি ডিজাইনে ব্যবহার করা হয়েছে জটিল এলগরিদম। এতে এমন এক ধরনের ক্লেমোফসফেটাল আছে যা নজরদারি ডিভাইসের অ্যালগরিদম হস্তক্ষেপ করতে পারে এবং সেটির ক্যামেরাকে বন্ধ করে দেয়। দিনের বেলা মূলত  এই পদ্ধতিতে ক্যামেরা কে ফাঁকি দেওয়া হয়।

কিন্তু রাতে ক্যামেরা কে ফাঁকি দিতে পারেনা। অন্ধকারে অবজেক্ট সনাক্ত করতে ইনফাইট ক্যামেরা ব্যবহার করা হয়। যা  থার্মাল ইমজিনের মাধ্যমে মানব দেহকে ট্যাক করা যায়। রাতের বেলা  ইনভিস ডিফেন্স কোট একটি অস্বাভাবিক তাপমাত্রার একটি প্যাটেল তৈরি করে যা ক্যামেরা কে বিভ্রান্ত করে দিতে পারে। ধারনা করা হচ্ছে যে মানুষকে অদৃশ্য করে ফেলার পোশাক সামরিক খাতে দারুন পরিবর্ত নিয়ে আসবে।

যুদ্ধক্ষেত্রে শত্রুর চোখকে ফাঁকি দিতে দারুণ কার্যকরী ভূমিকা রাখতে সক্ষম। আলোচনার জন্ম দেওয়ার এই পোশাকের দাম খুব বেশি নয়। যে কোন সাধারণ মানুষের পক্ষে এটি কেনা সম্ভব। এর জন্য খরচ পড়বে মাত্র ৮ থেকে ১০ হাজার টাকা। তবে নিরাপত্তার ঝুঁকির সৃষ্টি করায় এটি সবার জন্য উন্মুক্ত করা হয়নি।

সাপ সম্পর্কে কিছু ভুল ধারণা

এপ্রিল ফুল কিভাবে এসেছে?

মাইক্রোসফট  উইন্ডোজ এর যাত্রা।

Leave a Comment