পশ্চিমবঙ্গের সম্মানজনক ও তুমুল জনপ্রিয় পুরস্কার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড – এর এবারের আসন করে নিয়েছে বাংলাদেশের তিন তারকা ! জয়া আহসান, তাসনিয়া ফারিন, ও সোহেল মন্ডলের হাতে উঠেছে তিন তিনটি পুরস্কার। নতুন সিনেমা জগতে পা রাখছেন তাসনিয়া ফারিন । তিনি অভিনেত্রী হিসাবে অভিনয় করেছেন আরও এক পৃথিবী সিনেমার জন্য ফিল্মফেয়ারের মঞ্চে সেরা নবাগতা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিনি। কলকাতা তো বটেই এটি তার ক্যরিয়ারেরই প্রথম সিনেমা।
ফারিনের ক্যারিয়ার শুরু হয়েছিল ছোট পর্দায় অভিনয়ের মাধ্যমে। ২০১৭ সালে আমরা ফিরব কবে নাটকের মাধ্যমে ছোটপর্দায় অভিষেক হয় তার। পরের বছর মাশরাফি বিন মোর্তজার সঙ্গে একটি বিজ্ঞাপন চিত্রে দেখা যায় তাকে। একই বছর এক্স বয়ফেন্ড নামের একটি নাটকেও অভিনয় করেন তিনি। বিপরীতে ছিলেন আফরান নিশো।
এরপর ফারিনকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি । একের পর এক নাটকে অভিনয় করে হয়ে ওঠেন ব্যস্ততম অভিনেত্রী। তারিখ ক্যারিয়ারের উল্লেখযোগ্য নাটকগুলো হচ্ছে: কমলা রঙের রোদ, আমার তুমি, এই মন তোমার ওই, মেড ফর ইচ আদার’ ইত্যাদি। ওটিটি যাত্রায়ও ফারিন পেছনে ফেলেছেন সমসাময়িকদের। শুরুটা হয়েছিল নন্দিত নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকীর হাত ধরে। ২০২১ সালে ফারূকী নির্মিত লেডিস এন্ড জেন্টলম্যা’ ওয়েব সিরিজে অভিনয় করেন তিনি। সবশেষ কাজল আরেফিন অমি পরিচালিত অসম সিরিজে কাজ করেছেন।