আল্লাহ তায়ালা যেসব জিকিরে সন্তুষ্ট হন !!

 যেসব জিকিরে আল্লাহ তায়ালা সন্তুষ্ট হন। জিকির মানে আল্লাহ তায়ালার স্মরণ। আল্লাহর জিকির সবচেয়ে বড় ও সর্বোত্তম ইবাদত। কেননা আল্লাহ তাআলার স্মরণই হচ্ছে যাবতীয় ইবাদতের প্রধান ও অন্যতম লক্ষ্য। এ প্রসঙ্গে আল্লাহ তায়ালা কোরআনে কারীমে এরশাদ করেন, আর আল্লাহর স্মরণ সর্বশ্রেষ্ঠ। পবিত্র কুরআনে কারীমে অন্যত্র আল্লাহ তায়ালা আরও এরশাদ করেছেন, তোমরা যা করো আল্লাহ তা’আলা জানেন। (সূরা আনকাবুত: ৪৫) এবং  আল্লাহকে অধিক স্মরণ কারী পুরুষ ও অধিক স্মরণকারী নারী । এদের জন্য আল্লাহ রেখেছেন ক্ষমা ও মহা প্রতিদান। সূরা আহজাব: ৩৫।

তাই মুসলমান হিসেবে আমাদের উচিত বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করা। নিচে উল্লেখিত জিকিরগুলো নিয়মিত আদায় করলে মৃত্যুর পর জান্নাতি প্রাপ্তি ও আল্লাহ তাআলার সন্তুষ্ট হন-

১। প্রতিদিন ১০০বার করে সুবাহানাল্লাহ,পাঠ করলে ১ হাজার সওয়াব লেখা হয় এবং ১ হাজার গুনাহ ক্ষমা করা হয়। (সহিহ মুসলিম: ৪/২০৭৩)

২। আলহামদুলিল্লাহ জিকির মিজানের  পাল্লাকে ভারী করে দেয় এবং এটা সর্বোত্তম দোয়া।(তিরজীবী৪/৪৬২)

৩। লা ইলাহা ইল্লাল্লাহ সর্বোত্তম জিকির। তিরমিজি ৫/৪৬২।

৪। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই বাক্যগুলো আল্লাহতায়ালার নিকট অধিক প্রিয় এবং নবী কারীম (সা.) বলেন, পৃথিবীর সমস্ত জিনিসের তুলনায় আমার নিকট অধিক প্রিয়।(সহিহ মুসলিম: ৩/ ১৬৮৫)

৫। যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি প্রতিদিন ১০০ বার পাঠ করবে সমুদ্রের ফেনা পরিমাণ (সগিরা) গোনাহ থাকলেও তাকে মাফ করে দেওয়া হবে। -সহিহ বোখারি: ৭/১৬৮।

৬। নবী করিম (সা.) বলেন, সুবহানাল্লাহি ওয়াবিহামদিহি সুবহানাল্লিল আজিম এই কালেমাগুলো উচ্চারণে খুব সহজ, মিজানের পাল্লায় ভারী ও দয়াময় আল্লাহ তাআলার নিকট অতি প্রিয়।-সহিহ  বুখারী:৭/১৬৮।

৭। যে ব্যক্তি সুবহানাল্লাহিল আজিম ওয়াবিহামদিহি পাঠ করবে প্রতিবারে তার জন্য আল্লাহ সুন্দর পুরস্কার দান করবেন।

৮। নবী কারীম (সা.) বলেন, লা হাওলা ওয়ালা কুওয়্যাতা  ইল্লাবিল্লাহ পাঠ করলে আল্৫। যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি প্রতিদিন ১০০ বার পাঠ করবে সমুদ্রের ফেনা পরিমাণ (সগিরা) গোনাহ থাকলেও তাকে মাফ করে দেওয়া হবে। -সহিহ বোখারি: ৭/১৬৮।

৬। নবী করিম (সা.) বলেন, সুবহানাল্লাহি ওয়াবিহামদিহি সুবহানাল্লিল আজিম এই কালেমাগুলো উচ্চারণে খুব সহজ, মিজানের পাল্লায় ভারী ও দয়াময় আল্লাহ তাআলার নিকট অতি প্রিয়।-সহিহ বুখারী:৭/১৬৮।

৭। যে ব্যক্তি সুবহানাল্লাহিল আজিম ওয়াবিহামদিহি পাঠ করবে প্রতিবারে তার জন্য আল্লাহ সুন্দর পুরস্কার দান করবেন।

৮। নবী কারীম (সা.) বলেন, লা হাওলা ওয়ালা কুওয়্যাতা ইল্লাবিল্লাহ পাঠ করলে আল্লাহ সাওয়াব দান করেন।

গোপন পাপ থেকে বাঁচার উপায়!

citycell বাজারে আসছে সিটিসেল সিম

Leave a Comment