আসমানী কিতাবের উপর বিশ্বাসের গুরুত্ব

আসমানী কিতাবের উপর বিশ্বাসের গুরুত্ব ব্যাখ্যা করা হলো-

আসমানী কিতাব সমূহে বিশ্বাস স্থাপন করা ঈমানের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। আসমানী কিতাব সমূহ বিশ্বাস স্থাপন না করলে ঈমানের মূল বিষয়েই নড়বড়ে হয়ে যায়। কেননা আসমানী কিতাবগুলোর  মাধ্যমেই মানুষ আল্লাহ তা’আলা, নবী রাসূলের, ফেরেশতা, পরকাল ইত্যাদি সম্পর্কে জানতে পেরেছে। এসব বিষয় সম্পর্কে পবিত্র আল-কুরআনের মাধ্যমে আমরা জানতে পেরেছি। 

যদি কেউ আসমানী কিতাবসমূহ ও তাতে বর্ণিত বিষয় সমূহের অবিশ্বাস করে তবে সম্ভবতই সে ঈমানের অন্যান্য বিষয়গুলো অস্বীকার করে। সুতরাং ঈমান আনার জন্য আসমানী কিতাবসমূহের প্রতি বিশ্বাস স্থাপন করা অপরিহার্য। অন্যথায় পূর্ণ মুমিন হওয়া যায় না।

আসমানী কিতাবসমূহ হলো সকল জ্ঞান ও বিজ্ঞানের সবচেয়ে নির্ভরযোগ্য উৎস। এর মাধ্যমেই আমরা সৃষ্টি জগত, মানব সৃষ্টি, পরকাল ইত্যাদি বিষয় সম্পর্কে জানতে পারি। মানব জীবনে চলার  পথ সম্পর্কে সঠিক দিক নির্দেশনা আসমানী কিতাব সমূহেই পাওয়া যায়। আসমানী কিতাব সমূহে বিশ্বাসই এসব বিষয়কে আমাদের বাস্তব জীবনের অনুশীলনের অনুপ্রেরণা দেয়।

হযরত আলী  (রা.) এর পরিচয়

মহানবী হযরত মুহাম্মদ সাঃ এর জন্ম ও শৈশব

পৃথিবীর সবচেয়ে সভ্য ও উন্নত দেশ কানাডা

Leave a Comment