ইমাম মাহদীর দৈহিক গঠন আকৃতি 

 ইমাম মাহদীর দৈহিক গঠন আকৃতি সম্পর্কে। হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের জন্ম হবে সাইয়্যেদ বংশে। তিনি হবেন হযরত ফাতিমা (রাযি.)- বংশধর। তার দৈহিক গঠন হবে সামান্য লম্বা। আটোসাটো ও শক্ত দেহবল্লবের অধিকারী।  দেহের রং হবে পরিস্কার বাদামে। চেহারা আকৃতি পয়গাম্বরে খোদা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সাথে সাদৃশ্যপূর্ণ হবে। 

আর তার চারিত্রিক বৈশিষ্ট্য হবে সম্পূর্ণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক বৈশিষ্ট্যের ন্যায়। তার  মুবারক নাম মুহাম্মদ, পিতার নাম আবদুল্লাহ, এবং মাতার নাম হবে আমিনা। সামান্য তুতলা হবেন তিনি। কথা বলতে কিছু কষ্ট হবে। কথা বলার এই অসুবিধার কারণেই কোন কোন সময় নিজের হাত দ্বারা রানের উপর আঘাত করতে থাকবেন। তিনি ইলমে লাদুনী (খোদাপ্রদত্ত জ্ঞান) – এর অধিকারী হবেন। বায়আত নেয়ার সময় তাঁর বয়স হবে চল্লিশ বছর।

দাজ্জালের আত্মপ্রকাশ সম্পর্কে মিথ্যা গুজব

দাজ্জাল সম্পর্কে ভূল ধারণা

সিরিয়ায় সম্রাটের শাহাদাতবরণ

Leave a Comment