ইয়াহুদীকে ইসলামের দাওয়াত

হযরত আবূ হুরায়রা রাযি. বলেন, একদিন আমরা কয়েকজন মসজিদে বসা ছিলাম। ইতোমধ্যে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মসজিদের বাহির এসে দাঁড়ালেন। আমাদেরকে ডেকে বললেন, আসো, ইহুদীদের কাছে যাই। তখন নবীজি হযরত আবূ হুরায়রা রাযি. ও অন্যান্য সাহাবীসহ ইহুদীর কাছে গেলেন। তাকে বলরেন, ইসলাম গ্রহণ করো, শান্তি পাবে। উত্তরে ইহুদীরা বললো, ঠিক আছে। আপনি আল্লাহর পয়গাম পৌঁছিয়েছেন। কবুল করা না করা এটা আমাদের বিষয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, আমিও এতটুকুই চাই। কিন্তু তার পরেও তোমাদের কে বলছি, তোমরা ইসলাম গ্রহণ করো, তাহলে শান্তিতে থাকবে।

তারা আবার বললো, ঠিক আছে, আপনি পয়গাম পৌঁছিয়েছেন। নবীজীও বললেন, হ্যাঁ, আমি এটাই চাই। কিন্তু তোমাদেরকে আবারও বলছি তোমরা ইসলাম গ্রহণ করো, শান্তি পাবে। এরপর নবীজি বললেন, ভালো করে বুঝে লও। এই জমিন আল্লাহর ও তার রাসূলের। সুতরাং আমি তোমাদেরকে এই ভূমি হতে উতখাতের ঘোষণা করতে চাচ্ছি। অতএব তোমাদের যেসব জিনিস বিক্রি করা সম্ভব সেগুলো বিক্রি করে দাও। আর না হয় ভালো করে শোন, এই জমিন আল্লাহ ও তার রাসূলের।

সর্বপ্রথম যার জন্য জাহান্নাম খোলা হবে

সর্বশেষ আসমানি কিতাব কোনটি

Leave a Comment