উত্তম সড়ক ব্যবস্থার উপকারিতা !

দেশের অর্থনৈতিক অবস্থার সাথে সংগতি রেখে দেশের বিভিন্নাংশের ভূ-সাংস্থানিক অবস্থা, জনসংখ্যা, উতপাদিত সামগ্রী, শিক্ষা প্রতিষ্ঠান, পর্যটন এলাকা, খনিজ এলাকা, আমদানি-রপ্তানি পণ্য, বন্দরের (সমুদ্র,নৌ,বিমান) অবস্থা ইত্যাদি।

দেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যাতায়াত ও পরিবহনে সময়ের অপচয় হতে রক্ষা করে।কৃষি উতপাদিত পণ্য ও খাদ্যসামগ্রী সহজ বাজারজাতকরণে সহায়তা করে। শিল্পে উতপাদিত সামগ্রী ভোক্তার দোরগোড়ায় পৌছাতে সাহায্য করে। শিল্পের কাঁচামাল যোগানে সহায়তা করে।

দুর্ভিক্ষ, বণ্যা, খরা ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগের দ্রুত ত্রাণসামগ্রী প্রেরণে সহায়তা করে। শিক্ষা ও  চিকিৎসার সুবিধার বিস্তারে সহায়তা করে। দেশের বিভিন্নাঞ্চলের মধ্যে রীতিনীতি, সংস্কৃতির আদান-প্রদান এর সহায়তা করে। পর্যটন শিল্পের উন্নয়ন ও দেশি-বিদেশি পর্যটকদেরকে পর্যটনে আকৃষ্ট করে।

নৌপথ ও বিমানপথের বিকল্প হিসেবে কাজ করে। দেশের অনুন্নত অঞ্চলে শিল্প কারখানা গড়ে উঠতে সহায়তা করে। দেশের আইনশৃঙ্খলা রক্ষায় তড়িত ব্যবস্থা গ্রহণে সহায়তা করে।

পরিবহন ব্যবস্থার গুরুত্ব কি?

হিজরতের গমন সম্পর্কে

উত্তম সড়ক ব্যবস্থার উপকারিতা !

Leave a Comment