কবি আহসান হাবীব

কবি আহসান হাবীবের জীবনি –

কবি আহসান হাবীব জন্মগ্রহণ করেন শঙ্করপাশা গ্রাম, পেরোজপুর। তিনি ছিলেন একজন বিখ্যাত কবি। তার লিখিত কাব্যগ্রন্থ হলো- রাত্রিশেষ-১ ম প্রকাশিত। যেটি প্রকাশিত হয় (১৯৪৭ সালে) । ছায়া হরিণ (১৯৬২ সালে)। সারা দুপুর (১৯৬৪ সালে )। আশায় বসতি (১৩৮১ সালে) । মেঘ বলে ছৈত্রে যাবো রচিত হয় ( ১৯৭৬ সালে)। দুই হাতে দুই আদিম পাথর রচিত হয় (১৯৮০ সালে)। প্রেমের কবিতা রচিত হয় (১৯৮১ সালে)। বিদীর্ণ দর্পণে মুখ রচিত হয় (১৯৬৫ সালে)।

কবি আহসান হাবীবের লিখিত উপন্যা গুলো হলো-

১. অরণ্যে নীলিমা রচিত হয় (১৯৬২ সালে)।

২. রাণী খালের সাঁকো রচিত হয় ( ১৯৬৫ সালে।

কবি আহসান হাবীবের শিশূতোষ গ্রন্থ হলো-

১. ছোটদের পাকিস্তান রচিত হয়, ( ১৯৫৪ সালে)।

২. বৃষ্টিপড়ে টাপুর টুপুর রচিত হয়, (১৯৭৭ সালে।

৩. ছুটির দিন রচিত হয়, ( ১৯৭৮ সালে) ।

হুমায়ুন আহমেদের পরিচয়

আইনবিদ জনাব খলিলুর রহমান?

এশিয়ার বৃহত্তম বটগাঠ

Leave a Comment