কবুতরের পা কেন লাল হয়?

কবুতরের পা লাল হয় কেন জানতে হলে আমাদের হযরত নূহ আলাইহি ওয়াসাল্লামের ঘটনায় ফিরে যেতে হবে। যখন নূহ আলাইহিস সাল্লামের নৌকা থেমে গিয়েছিল তখন নূহ আলাইহি ওয়াসাল্লাম কবুতরকে জমিনে খবর নিয়ে আসার জন্য পাঠালেন। যখন কবুতর উড়ে গিয়ে জমিনে পা রাখল, তখন কবুতরের পায়ে লাল মাটি লেগে গিয়েছিল।

কবুতর তখন ওই অবস্থায় একটি চয়তুনের ডাল ঠোঁটে করে নিয়ে নূহ (আঃ) এর কাছে আসলো। তা দেখে হযরত নূহ আলাইহিস সাল্লাম বুঝে গিয়েছিল যে জমিনের পানি শেষ হয়ে গিয়েছে। অতঃপর কবুতর হযরত নূহ আলাইহি সাল্লামকে বলল আমার গলায় একটি মালা এবং আমার পায়ে একটি লাল হিজাব পরিয়ে দিন। তখন হযরত নূহ আলাইহি সাল্লাম কবুতরের গলায় একটি হাড় পড়িয়ে দেয় এবং তার জন্য দোয়া করলেন যেন তার পা লাল হয়ে যায়।

তখন থেকেই কবুতরের পায়ের রং লাল। হযরত নূহ আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করেছিল, আর তাই আল্লাহ তা’আলা মানুষের মনে কবুতরের জন্য ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। সুবহানাল্লাহ।

আমাদের নবী নূহ আঃ কে ভালোবেসে থাকলে পোস্টটি শেয়ার করে এবং আপনার মতামত নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। 

সকালে পান্তা ভাত খাওয়ার উপকারিতা

পিতার খেদমতের ফজিলত প্রসঙ্গে

প্রতিদিন সকালে যে অভ্যাসগুলো মেনে চলবেন?

Leave a Comment