কর্ম জীবনে তিনি ৭৫হাজার মোবাইল উদ্ধার করেছেন। কেউ ডাকে মোবাইলের জাদুকর আবার কেউ বলে মোবাইল কাদের বলে। তিনি এ এস আই আবদুল কাদের। হারানো মোবাইল খুজে বের করা তার কাজ। মোবাইল হারানোর সাধারণ ডায়েরি হলেও তার ডাক পরে । ২০০৫ সালে কনস্টেবল পদে কর্মজীবন শুরু হয় কাদেরের। ১৯ বছরের চাকরি জীবনে প্রায় অর্ধেক সময় কাজ করেছেন হারানো মোবাইল খুজে বের করার।
কিছু মোবাইল খুজে বের করার জন্য সময় নিয়েছেন ছয় দিন, কোনোটির জন্য লেগেছিল দেড় বছর বা তারও বেশি। হারিয়ে যাওয়া মোবাইল ফোন প্রকৃত গ্রাহকের কাছে তুলে দিয়ে তিনি তার কাজে তৃপ্তি পান। মোবাইল খোঁজার ক্ষেত্রে বাজার মূল্য তার কাছে তেমন গুরুত্বপূর্ণ নয়। কারণ গরিব রিক্সাওয়ালা কিংবা শ্রমিকের হারানো ফোন উদ্ধার করতে হয়। তিনি সবার ক্ষেত্রেই সমান গুরুত্ব দেন। একটা মোবাইলের ভিতরে অনেক গুরুত্বপূর্ণঅনেক স্মৃতি থাকে।
এসআই কাদের সেইসব স্মৃতি, বা গুরুত্বপূর্ণ তথ্য হারিয়ে যাওয়া রক্ষা করেন। পুলিশ বাহিনী থেকে তিনি প্রায় ২২ বার পুরস্কার পেয়েছেন। যাদু নয়, কঠোর পরিশ্রম আর চেষ্টার ফলে।