কালীপ্রসন্ন সিংহ 

কালীপ্রসন্ন সিংহ এর পরিচয়।কালী প্রসন্ন সিংহ জন্মগ্রহণ করেন ১৮৪০ খ্রিষ্টাব্দে কলকাতার জোড়াসাঁকোয় জন্মগ্রহণ করেন। তার ছদ্মনাম ছিল ‘হুতোম প্যাঁচা’ । হুতোম প্যাঁচার নকশা এবং মহাভারতের অনুবাদ এই দুই কীর্তির জন্য তিনি বাংলা সাহিত্যে চিরস্মরণীয় হয়ে আছেন।

হুতোম প্যাঁচার নকশা (প্রধান চরিত্র-দনুবানু) এটি রম্য রচনা। কালীপ্রসন্ন অনুসৃত ভাষা রীতিকে হুতোমী বাংলা বলা হয়। কালীপ্রসন্ন সিংহ তার শেষ নিশ্বাস ত্যাগ করেন ১৮৭০ খ্রিষ্টাব্দে। 

প্যারীচাঁদ মিত্র Mr Beast মিস্টার বিস্ট এর পরিচয়

আবুল ফজল রাজা রামমোহন রায়।

মুসলিম সাহিত্য সমাজ

ভূয়া ডাক্তার মুনিয়া রোজার পরিচয়

Leave a Comment