কালীপ্রসন্ন সিংহ এর পরিচয়।কালী প্রসন্ন সিংহ জন্মগ্রহণ করেন ১৮৪০ খ্রিষ্টাব্দে কলকাতার জোড়াসাঁকোয় জন্মগ্রহণ করেন। তার ছদ্মনাম ছিল ‘হুতোম প্যাঁচা’ । হুতোম প্যাঁচার নকশা এবং মহাভারতের অনুবাদ এই দুই কীর্তির জন্য তিনি বাংলা সাহিত্যে চিরস্মরণীয় হয়ে আছেন।
হুতোম প্যাঁচার নকশা (প্রধান চরিত্র-দনুবানু) এটি রম্য রচনা। কালীপ্রসন্ন অনুসৃত ভাষা রীতিকে হুতোমী বাংলা বলা হয়। কালীপ্রসন্ন সিংহ তার শেষ নিশ্বাস ত্যাগ করেন ১৮৭০ খ্রিষ্টাব্দে।