কালের কন্ঠ পত্রিকা

আংশিক নয় পুরো সত্য; স্লোগান কে ধারণ করে জন্ম নিয়েছিল দৈনিক কালের কন্ঠ পত্রিকা। এখনো তারা সেই স্লোগানের যথার্থতা প্রমাণ করে চলেছে। ২০১০ সালের ১০ জানুয়ারি যাত্রা শুরু করা কালের কন্ঠ সময়ের সঙ্গে সঙ্গে দেশজুড়ে অগণিত পাঠক পেয়েছে। আর দশটা পত্রিকার মতো কালের  কন্ঠেরও নিজস্ব কিছু নীতি রয়েছে। গণতান্ত্রিক মূল্যবোধ, অসাম্প্রদায়িকতা ও মুক্ত বুদ্ধি চর্চার ক্ষেত্রে কালের কন্ঠ আপোস করে না। পত্রিকাটি গণমানুষের কথা বলে, সমাজ ও দেশের সার্বিক কল্যাণ চিন্তার প্রতিফলন ঘটিয়েছে, যে কারণে পেয়েছে সাধারণ মানুষের অকল্পনীয় ভালোবাসা ও সমর্থন।

বলার অপেক্ষায় রাখেনা যে, এটি বাংলাদেশের প্রথম সারির দৈনিক পত্রিকা গুলোর একটি। অন্যান্য দৈনিক গুলো প্রতিষ্ঠার সময় থেকে প্রথম সারিতে আসতে বেশ সময় নিলেও, কালের কন্ঠ প্রতিষ্ঠার সময় থেকেই প্রথম সারিতে অবস্থান করেছে। পত্রিকাটির প্রিন্ট  সংস্করণ আড়াই লাখের কোটা পার করেছে দাবি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের। তবে সেটা ছিল প্রকাশনার প্রথম এক বছর।

বর্তমানে এর প্রচার সংখ্যা আড়াই লাখের বেশি। দৈনিক কালের কন্ঠের নিয়মিত আয়োজনে রয়েছে- শিল্প, বাণিজ্য, খেলা ধুলা, লেখাপড়া  সম্পাদকীয়, মুক্তধারা, দেশে দেশে, প্রিয় দেশসহ বিভিন্ন ধরার সব খবর।  ফিচার পাতা হিসেবে আছে- শনিবারের অবসরে, রবিবারের দল ছুট, সোমবারে এ টু জেড, মঙ্গলবারে ঘোড়ার ডিম, বুধবারে ঢাকা ৩৬০ ডিগ্রী/ ক্যাম্পাস/ চাকরি আছে, বৃহস্পতিবার রঙের মেলা, শুক্রবারে দশমিক/ কথায় কথায় ও শিলালিপি। কালের কন্ঠের অনলাইন সংস্করণে বাংলার পাশাপাশি ইংরেজি ভাষার খবর ও বিশ্লেষণ প্রকাশিত হয়। তাদের অনলাইন ভার্শন আধুনিক এবং পাট পাঠকসহায়ক।

বাংলাদেশের খবরা খবরের জন্য তারা চারটি অংশ রেখেছেন- সারা বাংলা, জাতীয়, শিক্ষা এবং রাজনীতি। বর্তমানে পত্রিকাটির প্রকাশক হিসেবে আছেন ময়নাল হোসেন চৌধুরী। খিলক্ষেতের বসুন্ধরা আবাসিক এলাকায় প্রতিষ্ঠানটির সদর দপ্তর। কালের কন্ঠের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন আবেদ খান।

২০১১ সালের জুনে তিনি সম্পাদকের পর থেকে সরে যান। আবেদ খানের পদত্যাগের পর, জনপ্রিয় ও ঔপস্যাসিক ইমদাদুল হক মিলন পত্রিকাটির সম্পাদক হন। তিনি এখন কালের কন্ঠের প্রধান সম্পাদক। কোন প্রতিষ্ঠান কর্মীবান্ধব না হলে এমনটা দেখা যায় না। দেশের এক ঝাঁক মেধাবী ও পরিশ্রমী সাংবাদিকদের নিয়ে কালের কন্ঠ টিম গঠিত। বিশাল এই পরিবারের সদস্য হিসেবে জেলা ও উপজেলা প্রতিনিধিরা নিজ নিজ অবস্থান থেকে পত্রিকাটির উৎকর্ষের জন্য কাজ করে চলেছেন।

প্রতিষ্ঠার পর থেকে কালের কন্ঠ বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পাশাপাশি দায়িত্বশীল সাংবাদিকতাও কাজ করেছে। বিশ্বাসযোগ্যতার পাশাপাশি এটি অর্জন করেছে অবিশ্বাস্য রকম প্রচার সংখ্যা। নীতি নির্ধারণের ক্ষেত্রে এটি যথেষ্ট প্রভাব রাখছে।  তরুণদের কথা মাথায় রেখে কালের কন্ঠ টিম কাজ করে থাকে। এভাবেই তারা খবর প্রচারের মাধ্যমে তাদের কাজ ও সেবা চালিয়ে যাচ্ছে।

Leave a Comment