কিয়ামতের ছোট আলামত কি কি?

কিয়ামতের ছোট আলামত বা নিদর্শনাবলী সম্পর্কে হযরত আলী (রাযি,) বর্ণনা করেছেন যে, এ ব্যাপারে পয়গাম্বরে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ হল- শাসক গোষ্ঠী যখন দেশ ও রাষ্ট্রের কর, ট্যাক্স ও খাজনা কে নিজের ব্যক্তি সম্পদে পরিণত করবে (অর্থাৎ এগুলোকে শরীয়ত সম্মত পন্থায় খরচ করবে না) জরিমানা বা ক্ষতিপূরণ হিসেবে যাকাত আদায় করা হবে, মানুষ আমানতের  গনিমতের মাল মনে করবে, স্বামীরা স্ত্রীদের ছেড়ে পরনারীর পেছনে ছুটবে, ছেলেমেয়ে, শিশু- সন্ততি, মাতা পিতা অবাধ্য হবে, তারা অসৎ ও খারাপ লোকদের সাথে বন্ধুত্ব স্থাপন করবে, দুনিয়া অর্জনের উদ্দেশ্যে দ্বীনী ইলম অর্জন করা হবে, প্রত্যেক গোত্র ও বংশে এমন লোকের নেতৃত্ব ও ক্ষমতা প্রতিষ্ঠিত হবে, যারা সেই গোত্র ও বংশে সার্বিক অসভ্য, অসৎ, নীচ, দুশ্চরিত্রবান, নাফরমান ও লোভী প্রকৃতির, নির্বাহী ক্ষমতা এমন এসব ব্যক্তির হাতে সমর্পিত হবে, যারা এর একেবারেই অনুপযুক্ত, হয় ও সঙ্কায় এমন সব ব্যক্তির ইজ্জত ও সম্মান প্রদর্শন করা হবে, শরীয়তের দৃষ্টিতে যারা সম্মান ও মর্যাদার  পাত্র নয়। সরাব বা মদ্যপান প্রকাশ্যে হতে থাকবে. অনেক রকমের খেলাধুলার উপকরণ এবং গান বাদ্য ও নৃত্যগীতের ব্যাপক প্রচলন ঘটবে, জিনা ও ব্যাভিচার ব্যাপকতর হবে, উম্মতের পরবর্তী লোকজন পূর্ববর্তী লোকজনকে তিরস্কার, ভরসা না ও দোষারোপ করতে থাকবে।

হযরত আলী (রাযি.) বলেন- তোমরা সেই সময়টাতেই তীব্র বেগ ও গতিসম্পন্ন লালবর্ণের অন্ধকার ঘূর্ণিঝড় সহ বিভিন্ন শাস্তির আলামত বা নিদর্শন আসার জন্য অপেক্ষা কর। জমিন ধ্বসে যাওয়া, শিলা ও পাথরের বর্ষণ হওয়া, আকৃতি বিকৃতি হওয়ার মতো একটির পর একটি আলামত যখন তাসবীহর দানার মত অনবরত প্রকাশ পেতে থাকবে।

অন্য হাদিসে বর্ণিত হয়েছে- দাসী বাদীদের অধিক সন্তান প্রসব হওয়া, অজ্ঞ, অসভ্য, নব্য সম্পদশালীদের রাজত্ব ও আধিপত্য প্রতিষ্ঠিত হওয়া, ছেলেদের সাথে কুকর্ম বা ব্যভিচারে লিপ্ত হওয়া, অঙ্গ- প্রতঙ্গে মালিশজনিত সেবা-শুশ্রূষা নেয়া , মসজিদে খেলাধুলা করা, সাক্ষাতের মুহূর্তে সালামের পরিবর্তে অশালীন ও অমার্জিন কথাবার্তা বলা (ইসলামী) শিক্ষাচর্চা অপ্রতুল হওয়া, মিথ্যাকে অলস্কার হিসাবে গ্রহণ করা,  অন্তর থেকে আমানতদারী ও বিশ্বস্ততা বিলুপ্ত হওয়া, লম্পট ও ফাসিকদের জ্ঞান- বিজ্ঞান অর্জন করা, লজ্জা- শরম বিদায় নেয়া। মুসলমানদের উপর কাফেরদের পক্ষ থেকে চতুর্মুখী আক্রমণ, অত্যাচার, নির্যাতন, জুলুম চরম ও ব্যাপক হারে বৃদ্ধি পাওয়া, ভ্রান্ত মতবাদ, বানানো হাদিস, বিদআত ও কুসংস্কারের জয় ডঙ্গা বেড়ে উঠা কিয়ামতের অন্যতম আলামত বা নিদর্শন।

কিয়ামত কবে

ড. জাকির নায়েকের পরিচয়

সাপ সম্পর্কে কিছু ভুল ধারণা

Leave a Comment