হাশরের মাঠে বিচারের সময় আল্লাহ দুইজন ব্যক্তিকে তার সামনে দাঁড় করাবেন এবং বলবেন তোমরা দুইজনেই পৃথিবীতে খুব বেশি গুনাহ করে ফেলেছ। এবার তোমরা দুজনই জাহান্নামে যাও, তখন জাহান্নামের দিকে একজন খুব দ্রুত দৌরে যেতে থাকবে। অন্যজন আস্তে আস্তে জাহান্নামের দিকে চলতে থাকবে। তারপর দুই জনের মাঝে যে ব্যক্তি আস্তে আস্তে যাচ্ছে সে বারবার আল্লাহর দিকে ঘুরে দাঁড়াবে।
মহান আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ব্যক্তিকেই পুনরায় তার কাছে ডাকবেন। যে ব্যক্তি দৌড়ে জাহান্নামের দিকে যাচ্ছিল, তাকে জিজ্ঞেস করা হবে, তুমি জাহান্নামের দিকে দৌড়ে কেন যাচ্ছিলে। সে বলবে দুনিয়াতে আমি আপনার কোন হুকুম পালন করিনি। আজ আপনি একটা হুকুম দিয়েছেন সেটি পালন করার চেষ্টা করছি। আল্লাহ ধীরে ধীরে যে ব্যক্তিটি যাচ্ছিল তাকে জিজ্ঞেস করবে তুমি ধীরে ধীরে কেন যাচ্ছিলে। সে বলবে হে আমার রব দুনিয়াতে আমি শুনেছি আপনি বড় দয়ালু, তাই আমি আপনার দয়া প্রার্থনার জন্য বারবার ফিরে তাকাচ্ছিলাম।
সবশেষে আল্লাহ এই দুইজন ব্যক্তির কথা এবং কাজকর্ম দেখে খুশি হয়ে তাদেরকে মাফ করে দিবেন এবং তাদের জান্নাতে প্রবেশের অনুমতি দিবেন। সুবহানাল্লাহ !
কে কে জান্নাতে যেতে চান নিচে কমেন্ট বক্সে লিখে যাবেন।
কাবা ঘরে আবাবিল পাখি তাওয়াফ করছে