কোন ধরনের ব্যক্তি যারা জান্নাতে যেতে চাইবে না।

জান্নাত এমন একটি জায়গাযা মুসলিমদের জন্য বানানো হয়েছে। এখানে ওইসব জিনিসগুলো দেওয়া হবে যা একজন জান্নাতি ব্যক্তি আশা করেন। জাহান্নাম  এমন একটি জায়গা যা গুনাহগারদের জন্য বানানো হয়েছে। ওইখানে জাহান্নামিদের সাজা দেওয়া হবে। ওই আগুন রহমতের পানি দ্বারা ৭০ বার ধোয়ার পর দুনিয়াতে পাঠানো হয়েছে।

হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তা’আলা আনহু থেকে বর্ণিত প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার সব উম্মতেরাই জান্নাতে যাবে। শুধু ওই ব্যক্তিগুলোই ছাড়া। তখন সাহাবারা জিজ্ঞেস করল ইয়া রাসুল আল্লাহ ওই ব্যক্তিগুলো কারা। নবীজি বলেন যে আল্লাহর রাসূলের কথা অনুসরণ করেছে সেই জান্নাতে যাবে। আর যে ব্যক্তি আল্লাহ এবং নবী রাসূলের কথা অনুসরণ করেনি সে জান্নাতে যেতে চাইবে না।

জান্নাতে কে কে যেতে চান নিচে কমেন্টে জানিয়ে দিবেন।

 কাবা শরীফের দিকে পা রেখে ঘুমালে কি হবে?

কাবা ঘরে আবাবিল পাখি তাওয়াফ করছে

কবুতরের পা কেন লাল হয়?

Leave a Comment