গোপন পাপ থেকে বাঁচার উপায়!

গোপন ভাব থেকে বাঁচার কিছু উপায় রয়েছে। সমাজে বহু মানুষ এমন রয়েছে যারা অন্যদের কাছে ভালো মানুষ হিসেবে পরিচিত। নিয়মিত নামাজ পড়ে, দ্বীনদার, ধার্মিক আমল কিংবা আল্লাহর হিসেবে পরিচিত রয়েছে। প্রকাশে তাকে পাপ  কাজ করতে দেখা যায় না। কিন্তু গোপনে গোপনে তিনি নানান ধরনের পাপ ও গুনাহ কাজে লিপ্ত। অনেকে তো প্রকাশ্যে ভালো মানুষ হলেও গোপনে কবিরা গুনাহ করে। এটি একদিকে মুনাফিক, অন্যদিকে ধীরে ধীরে তার আমলও ইবাদত নষ্ট করে দেয়। মহান আল্লাহ এরশাদ করেন, তোমরা প্রকাশ্য ও গোপন বা বর্জন করো, যারা পাপ করে, অচিরেই তাদের পাপের সমুচিত শাস্তি দেওয়া হবে। (সূরা আনআম: ১২০) ।

গোপন পাপ থেকে বাঁচার কিছু আমল উল্লেখ করা হলো

১। আল্লাহ তাআলার কাছে বেশি বেশি কান্নাকাটি করে দোয়া করা। তিনি যেন তার অবাধ্যতা, নাফরমানি ও সব ধরনের গুনাহ থেকে রক্ষা করেন।

২। নফস তথা আত্মার সঙ্গে মোজাহাদা (লড়াই) করা, মনের কুমন্ত্রণা দূর করা এবং আল্লাহর অনুগত্যের মাধ্যমে অন্তরকে পরিশুদ্ধ করার চেষ্টা করা।

৩। কিয়ামতের দিন গোপন গুনাহ কারীদের আমল গুলো  ধূলিকণার মতো উড়িয়ে দেওয়ার কথা চিন্তা করা। হাদিসে ইরশাদ হয়েছে, নবী কারিম (সা.) বলেন, আমি আমার উম্মতের কিছু মানুষ সম্পর্কে জানি, যারা কিয়ামতের দিন তিহামার (বিখ্যাত পাহাড়) , শুভ্র পর্বতমালা সমতুল্য নেক আমল নিয়ে উপস্থিত হবে। কিন্তু আল্লাহ সেগুলোকে বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করবেন।হযরত সাওবান (রা.) বলেন, হে আল্লাহর রাসূল ! তাদের পরিচয় পরিষ্কারভাবে আমাদের কাছে বর্ণনা করুন। যাতে অজ্ঞাতসারে আমরা তাদের অন্তর্ভুক্ত না হই।

৪। আল্লাহতায়ালার উপস্থিতির কথা চিন্তা করা তিনি আমাকে সর্বদা দেখছেন এবং এ ব্যাপারে তাকে ভয় করা। এ প্রসঙ্গে কোরআন কারীমে এরশাদ হয়েছে, নিশ্চয়ই আল্লাহ তোমাদের ওপর পর্যবেক্ষক। (সুরা নিসা:১)

৫। গোনাহ করার সময় এ কথা চিন্তা করা, কেউ কি দেখলে আমি এমন গুনাহ হতে পারতাম? এভাবে নিজের ভেতরের লজ্জা বোধ জাগ্রত করা। এ বিষয়ে হাদিসে ইরশাদ হয়েছে, হযরত রসূলুল্লাহ সা: বলেন, তুমি তোমার পরিবারের কোন প্রভাবশালী সদস্যকে যেমন ভয় পাও, আল্লাহকে (কমপক্ষে) তেমন  ভয় করো। মুসনাদুল বাজ্জার:৭/৮৯ ।

৬। এ চিন্তা করা, গোনাহরত অবস্থায় যদি আমার মৃত্যু হয়, তাহলে কিভাবে আমি আল্লাহর সঙ্গে সাক্ষাত করব? নবী কারীম (সা.) এরশাদ করেছেন, প্রত্যেক ব্যক্তিকে কেয়ামতের দিন ওই অবস্থায় উঠানো হবে, যে অবস্থায় সে মৃত্যুবরণ করেছে। (সহিহ মুসলিম: ২২০৬)।

কষ্ট করে বাচঁতে শিখুন Doing hard work

একজন দ্বীনদার মেয়ের চেনার উপায় This is the way to know a pious girl

 ফুটবলার সাদিও মানের পরিচয়

Leave a Comment