চর্যাপদ সম্পর্কে আলোচনা-
বাংলা ভাষা ও সাহিত্যেরপ্রাচীনতম শাখা হলো কাব্য। চর্যাপদ বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম নিদর্শন । চর্যাপদ বাংলা ভাষার প€থ মকাব্য বা কবিতা সংকলন। চর্যাপদের কবিতাগুলো গাওয়া হতো। তাই এগুলো একই সাথে গান ও কবিতা। এটি বাংলা সাহিত্যের প্রাচীনযুগের একমাত্র লিখিত নিদর্শন।