চায়নায় তৈরি কাচের সেতু

এ ব্রিজে পা রাখা মাত্রই  নার গা হাত পা ঠান্ডা হয়ে যেতে পারে। আপনি যদি দুর্বল  প্রকৃতির মানুষ হয়ে থাকেন, তাহলে ব্রিজে পা দিয়ে নিচে তাকালেই কান্নাকাটি শুরু করে দিতে পারেন। এমনভাবে এর ডিজাইন করা হয়েছে, মেঘলা দিনে বা বরফ বৃষ্টির সময়ে দূর থেকে একে অদৃশ্য বলে মনে হয়।

ব্রিজের উপর দিয়ে হাঁটলে পায়ের তলায় স্পষ্ট দেখা যায় সবুজ গাছে ঘেরা গভীর খাদ! মুহূর্তের মধ্যে মনে হতে পারে, পায়ের নিচ থেকে পৃথিবীটা সরে গেছে। মাটি থেকে প্রায় এক হাজার ফুট উপরে চীনের ঝাংজিয়াজি গ্রান্ড ক্যানিয়নের উপর  অবস্থিত পৃথিবীর সবচেয়ে উচ্চ ও দীর্ঘতম এই কাচের ব্রিজটি।

দুটো পাহাড়কে সংযুক্ত করা পুরোপুরি কাচ দিয়ে নির্মিত সেতুটি লম্বায় ১৪১০ ফুট, ৪৩০ মিটার, পাশে ২০ ফুট চওড়া। এই অবিশ্বাস্য ব্রিজটি তৈরি করার পরিকল্পনা করেন ইজরায়েলি আর্কিটেক্টর হায়িম দোতান। তিন স্তরের স্বচ্ছ গ্লাস দিয়ে নির্মিত সেতুটি বানাতে খরচ হয়েছিল ৩৪ লাখ মার্কিন ডলার। স্কাইওয়াকে হাটা যাদের কাছে রোমাঞ্চকর, তাঁদের কাছে সত্যি এটি একটি বড় সারপ্রাইজ।

সকল জাহাজের রাজা বোকা ভ্যানগার্ড

বাংলাদেশে আসছে রাশিয়ান জাহাজ

আমাদের ইউটিউব চ্যানেল albe hossin

Leave a Comment