জনপ্রিয় শিক্ষক ফাহাদ স্যার গ্রেফতার ও তার জীবনি সম্পর্কে,,

ফাহাদ স্যার অনলাইন প্ল্যাটফর্মের সবচেয়ে জনপ্রিয় শিক্ষক। সাহসী শিক্ষকও বলা যায়। আন্দোলনে অংশ নিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে  তিনি বলেছিলেন, “তোদের পাশে থাকব না তো কই থাকবো?” তোরা নাই মানে তো আমি অস্তিত্বহীন ! তার এই কথা শিক্ষার্থীদের অনুপ্রেরণা যুগিয়েছিল। শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর কারণে পুলিশ তাকে উঠে নিয়ে গিয়েছিল। আন্দোলনের দিনগুলো নিয়ে ফাহাদ স্যার বই লিখেছেন। থানা, ডিবি অফিস, কোর্ট থেকে শুরু করে যত জায়গায় যত অভিজ্ঞতা হয়েছে সবই এই বইতে থাকবে।

পুরো নাম মোঃ ফাহাদ হোসাইন হলেও সবাই তাকে ফাহাদ স্যার নামে চেনে। শিক্ষকতা পেশাকে একপাশে রাখলেও ফাহাদ স্যার-কে পরিচয় করিয়ে দেওয়ার মত অনেক কিছু আছে। ক্লাসের ফাঁকে ফাঁকে ফাহাদ স্যারের বলা কথাগুলো একেক জন শিক্ষার্থীর জন্য অনুপ্রেরণা উদ্দীপনা। সময়ের স্রোতে গা ভাসিয়ে চলতে পছন্দ করেন না তিনি। দেশের অনলাইন  শিক্ষাকে ফাহাদ স্যার এক ধাপ এগিয়ে নিয়ে গেছেন। 

বাংলা মিডিয়ামের শিক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠা করেছেন “আমাদের স্কুল” নামক অনলাইন প্লাটফর্ম। ইউটিউবে এই প্লাটফর্মের বর্তমান সাবস্ক্রাইবার সংখ্যা ১৩ লাখেরও অধিক। এসআই ইংলিশ মিডিয়ামের জন্য ফাহাদ স্যার প্রতিষ্ঠা করেছেন “ফাহাদজ টিউটোরিয়াল” নামক অনলাইন প্লাটফর্ম। ইউটিউবে এই চ্যানেলটির বর্তমান সাবস্ক্রাইবার সংখ্যা ৭ লাখ ছাড়িয়ে গেছে। এই দুইটি প্ল্যাটফর্মে বাদেও এসএসসি এবং এইচএসসি স্টুডেন্টদের জন্য বিশ্বস্ত ডিজিটাল লার্নিং প্রতিষ্ঠান শিখোতেও কাজ করেছেন ফাহাদ হোসাইন।তবে নিজস্ব প্রতিষ্ঠানের মনোনিবেশ করতে ২০২৩ সালের জানুয়ারিতে তিনি শিখো থেকে স্বেচ্ছায় বিদায় নেন।

বর্তমানে তিনি আমাদের স্কুল এবং ফাহাদ টিউটোরিয়াল এই দুটি প্লাটফর্মে কাজ করছেন। আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে তিনি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এর পাশাপাশি সকলকে অনুপ্রেরণা ও উদ্দীপনা  যোগাযোগ সাহায্য করেছে।

ফাহাদ স্যারকে ভালোবেসে থাকলে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিন এবং আপনার মতামত নিচে কমেন্টে জানিয়ে দিবেন।

আইনজীবী মানজুর আল মতিন এর পরিচয়

( BUET) বুয়েটের প্রতিষ্ঠাতা নবাব সলিমুল্লাহ এর পরিচয় !

Leave a Comment