জিহ্বার মাধ্যমে যেসব গোনাহ হয়ে থাকে। মানবদেহের গুরুত্বপূর্ন অঙ্গগুলোর মধ্যে জিহ্বা অন্যতম একটি। এর সঠিক ও সুন্দর ব্যবহারে মানুষ হয় জান্নাতি। জিহ্বার মাধ্যমে মানুষ কথা বলে। আর এ কথার দ্বারা মানুষ যেমন ভালো কাজ করে। আবার এর দ্বারা সংঘঠিত হয় অনেক গোনাহের কাজও। তাই জিহ্বার হেফাজতের নিশ্চয়তায় জান্নাতের নিশ্চয়তা দিয়েছেন স্বয়ং বিশ্বনবি। এ জিহবা দিয়ে মানুষ কথা বলে। কথা যেমন হতে পারে দুনিয়ার সবচেয়ে ভালো কাজ, আবার কথার মাধ্যমেই ইচ্ছা-অনিচ্ছায় হতে পারে গোনাহ। যে গোনাহগুলো আবার মারাত্মক ও জঘন্যতম। কিছু গোনাহ মহান আল্লাহ ও ক্ষমা করেন না।
কারণ মহান আল্লাহ তাঁকে অস্বীকাররের ঘোষণা দেওয়া ও গিবতকারীর গোনাহ কখনো ক্ষমা করবেন না। যা ঘটে থাকে জিহ্বার মাধ্যমে। এছাড়াও আরো যেসব গোনাহ হয়ে থাকে তাহলো-
১) মিথ্যা বলা। ২) ঠাট্টা করা বা বিদ্রুপ করা। ৩) খারাপ,অশ্লীল কথা বলা বা গালি দেওয়া। ৪)নিন্দা করা। ৫) অপবাদ দেওয়া ৬) গিবত করা বা চোগলখোরী করা। ৭) ইসলামিক শরিয়তের প্রয়োজন ছাড়া কোনো গোপনীয়তা ফাঁস করা। ৮) মুনাফেকি করা বা দ্বিমুখী নীতি অবলম্বন করা। ৯) বেহুদা ও অতিরিক্ত কথা বলা। ১০) আনন্দ বিনোদানের জন্য বাতিল ও হারাম জিনিস নিয়ে আলোচনা করা। ১১) কাউকে ইচ্ছাকৃতভাবে খারাপ উপনামে ডাকা। ১২) অভিশাপ দেওয়া। ১৩) যে কারো মিথ্যা প্রশংসা করা। ১৪) মিথ্যা স্বপ্ন বলা। ১৫) অনর্থক চিৎকার বা চেঁচামেচি করে কাউকে কষ্ট দেওয়া। ১৬) জিহ্বা দিয়ে হারাম বস্তুর স্বাদ নেওয়া ই খাওয়া। ১৭) জিহ্বা দিয়ে খারাপ ইঙ্গিত বা অঙ্গভঙ্গি দেখানো।
১৮)জিহ্বা দিয়ে কাউকে ব্যঙ্গ করা ১৯) বিশেষ কারণেও জিহ্বা দিয়ে আল্লাহ ছাড়া অন্য কাউকে তার সমকক্ষ বলে উল্লেখ করে শিরক করা, কারো প্রশংসা করা, কারো কাছে কিছু চাওয়া বা প্রার্থনা করা ইত্যাদি। এসব ক্ষেত্রে নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের একটি হাদিস বেশি বেশি স্মরণ করা। যার যথাযথ ব্যবহার যেমন রয়েছে জান্নাতের সুসংবাদ।
আল্লাহ তায়ালা যেসব জিকিরে সন্তুষ্ট হন !!
আমাদের ফেসবুক পেইজ alviedu.com