উইলিয়াম সেক্সপিয়ারের পর মিল্টন ছিলেন বড় কবি। তার বাবা প্রথমে সিদ্ধান্ত নিলেন যে মিল্টন সাহিত্য নিয়ে এসে শুরু করবে। ১৬১৫ সালে ৭ বছর বয়সে তিনি স্টার প্যালেস স্কুলে ভর্তি হন। কিন্তু মিল্টন এ স্কুলে লেখাপড়ায় মনোযোগ দিতে পারেনি। দুই বছর পর তিনি ত্যাগ করলেন এবং ১৬২৪ সাল পর্যন্ত সেন্ট পল স্কুলে পড়াশোনা করেন।
পরবর্তী বছরের জন মিল্টন ক্যামব্রিজের ক্রাইস্ট কলেজে প্রবেশ করেন। তিনি ২৪ বছর বয়সে এম. এ. ডিগ্রী নেন এবং হরটন গ্রামে তার বাবার বাড়িতে চলে যান। ছেলের প্রতি মিল্টনের বাবার বিশ্বাস ছিল এবং ১৬৩২ সাল থেকে ১৬৩৮ সাল পর্যন্ত হরটনে লেখাপড়া চালিয়ে যেতে তাকে অনুমতি দিলেন। এসময় তিনি রোম,গ্রীস, ইতালি, ফ্রান্স, স্পেনের সাহিত্য এবং বাইবেল সম্বন্ধে জেনে জ্ঞান অর্জন করে তিনি সকল বিষয়ে পারদর্শিতা অর্জন করেন।
১৬৪৩ সালে একটি অনুষ্ঠানে মিল্টনের সাথে মেরি পাওয়েলের দেখা হয় এবং তাকে বিবাহ করেন। কিন্তু এই বিখ্যাত কবি ১৬৫২ সালে অন্ধ হয়ে যান। তার বিখ্যাত কাব্য“প্যারাডাইস লস্ট” এর ধারণা তার অন্ধত্ব থেকে নেয়া হয়। ১৬৬৫ সালে প্যারাডাইস লস্ট প্রকাশিত হয়। এটা প্রকাশের ৯ বছর পর ইংরেজি সাহিত্যের এই মহান শিল্পী মৃত্যুবরণ করেন।