ফুসফুসের ক্যান্সার রোগের লক্ষণ

ফুসফুসের ক্যান্সার রোগের লক্ষণ হলো ফুসফুস ক্যঅন্সারের অন্যতম কারণ ধূমপান। বায়ু ও পরিবেশদূষণ এবং বাসস্থান অথবা কর্মক্ষেত্রে দূষণ ঘটতে পারে । ফুসফুস ক্যান্সারের প্রাথমিক লক্ষণগুলো যত দ্রুততার সাথে নির্ণয় করা যায় এবং চিকিতসা প্রদান করা যায় তত বেশি দিন বেচেঁ থাকার সম্ভাবনা বৃদ্ধি পায়। প্রাথমিক অবস্থায় যেসব লক্ষণ প্রকাশ পায় সেগুলো হলা-

১. দীর্ঘদিন ধরে খুসখুসে কাশি ও বুকে ব্যাথা।

২. ভগ্নস্বর, ওজন হ্রাস এবং ক্ষুধামান্দ্য।

৩. হাঁপানি, ঘনঘন জ্বর হওয়া।

৪. বারবার ব্রংকাইটিস বা নিউমোনিয়া দিয়ে সংক্রমিত হওয়া।

জীবদেহের একককে কী বলা হয়?

জীববিজ্ঞান শিক্ষার গুরুত্ব।

হযরত আবূ হুরায়রা রাযি. এর জীবনি

Leave a Comment