আইনবিদ জনাব খলিলুর রহমান?

আইনবিদ জনাব  খলিলুর রহমান ১৯৫৩ সালে বরগুনায় এক দরিদ্র পরিবারের জন্মগ্রহণ করেন। তিনি 1968 সালে পাথরঘাটা এ কে স্কুল থেকে এসএসসি পরীক্ষায় পাশ করেন। তিনি  খুলন বি এল কলেজ থেকে ১৯৭৫ সালে রাষ্ট্র বিজ্ঞানের সম্মান ডিগ্রী এবং ১৯৭৬ সালে একই বিষয়ে ঘোষণা  স্নাতক ডিগ্রী লাভ করেন। তার শিক্ষাজীবন শেষ করে তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরি নেন। তিনি এ চাকরির প্রতি সামান্য আগ্রহ অনুভব করেন। তার আগ্রহ ছিল ইংরেজিতে। বরিশালে চাকরি কালীন অবস্থানকালে (প্যাসিফিক ইংলিশ গ্রামার এন্ড কম্পোজিশন) নামক একটি বই লেখেন।

সে সময় তিনি বরিশাল আইন কলেজ থেকে এলএলবি  ডিগ্রী ও সম্পন্ন করেন। যেহেতু মিস্টার রহমান দারিদ্র এবং কষ্টের মধ্যে বড় হয়েছিলেন তাই তিনি জীবনের শুরু থেকে তার গ্রামের লোকেদের জন্য ভালো কিছু করতে ইচ্ছা পোষণ করতেন। দারিদ্র গ্রামবাসীদের জন্য তার হৃদয়ের গভীরে ভালোবাসা ছিল। গ্রামবাসীদের দুঃখ কষ্ট তাকে খুব পীড়া দিত। তাই অবশেষে তিনি তার চাকরি থেকে ইস্তফা দিলেন এবং শেষ পর্যন্ত চাকরি চালিয়ে যাওয়ার পূর্বে বরগুনা বার কাউন্সিলে যোগদান করেন। অল্পদিনের মধ্যেই জেলার সর্বত্র কেবল একজন আইনবিদ হিসেবে নয় ভালো মানুষ হিসেবেও তার জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে।

তিনি নিজে গ্রামে অশিক্ষিত এবং দরিদ্র মানুষের সাহায্য করে সন্তুষ্ট ছিলেন। গ্রামবাসীরা তাকে সুখে-দুখে তাকে সব সময় পেতো। দুর্ভাগ্যক্রমে ২০১৩ সালে ২৯ শে মে গ্রামের সকলকে দুঃখের সাগরে ভাসিয়ে  স্থানীয়ভাবে জনপ্রিয় এবং সফল আইনবিদ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তার এই হঠাৎ, প্রত্যাশিত বিদায় বিস্মিত হয়। তার জন্য সবাই দোয়া করবেন।

বুয়েটের ভিসি ড. সত্য প্রসাদ মজুমদার

http://ড.জাকির নায়েকের পরিচয়

Leave a Comment