আইনস্টাইনের পরে সবচেয়ে বড় বিজ্ঞানী হিসেবে বিবেচিত হন স্টিফেন হকিং। 1942 সালে তিনি ইংল্যান্ডের জন্মগ্রহণ করেন। ছোটকাল থেকেই তিনি গণিতে খুব পারদর্শী ছিলেন। তিনি সময়ের সংক্ষিপ্ত ইতিহাস= মহা বিস্ফোরণ থেকে বর্তমান কাল” বইটি ১৯৮৮ সালে লিখেছেন। সাধারণ মানুষের জন্য তিনি বইটিতে সৃষ্টিতত্ত্ব বা বিশ্ব তত্ত্ব ব্যাখ্যা করেন। বইটি জনপ্রিয় হয় এবং বড় বিজ্ঞানী হিসেবে তার খ্যাতি প্রতিষ্ঠিত হয়। তিনি 1968 সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে সৃষ্টি তত্ত্বীয় বিষয়ে পিএইচডি লাভ করেন। কিন্তু তার ভাগ্য তাকে অনুগ্রহ করেনি। 1972 সালে গেহরিগ,স নাম ক রোগে আক্রান্ত হন। তখন থেকেই তার জীবন হুইল চেয়ারে সীমাবদ্ধ। আর তার নিজের দেহ নিয়ন্ত্রণ করার মত কোন শক্তি তার নেই। কিন্তু কম্পিউটারের সাহায্যে তিনি তার শিক্ষা দান চালিয়ে যাচ্ছেন। ১৯৭৪ সালে তিনি তত্ত্বীয় পদার্থবিজ্ঞান বিষয়ে সম্মানসূচক অ্যালবার্ট আইনস্টাইন পুরস্কার লাভ করেন। তিনি 1979 সালে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে গণিতে লুকাসিয়ান অধ্যাপক হিসেবে যোগদান করেন। কম্পিউটারের মাধ্যমে এখনো তিনি তার গবেষণার কাজ চালিয়ে যাচ্ছেন।
http://আইনবিদ জনাব খলিলুর রহমান?