জীবন যুদ্ধে কখনো হার মানবে না ! 

আপনি কি জানেন আপনি এই পৃথিবীতে এসেছেন একটা বিশেষ কারণে। হয়তো কখনো মনে হতে পারে  জীবনটা অনেক কঠিন। অনেক বাধা বিপত্তিতে ভরা কিন্তু মনে রাখবেন , সবচেয়ে বড় জিত আসে, সবচেয়ে বড় লড়াই থেকে। প্রথমে আপনাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে। আপনার ভেতরের সাহস, আপনার ভেতরের ইচ্ছে এটাই আপনার আসল শক্তি। আপনি হয়তো আজ যেখানে আছেন সেটা আপনার শেষ জায়গা নয়। জীবনে এমন অনেক সময় আসবে,যখন সবকিছু থেমে গেছে মনে হবে,তখন কোনো দিশা খুজে পাবে না।

তখনই সবচেয়ে বেশি প্রয়েজন হবে আপনার মনোবল,আর তোমার ইচ্ছাশক্তি। হয়তো অনেকেই আপনার স্বপ্নকে ছোটো করে দেখবে। অনেকেই আপনাকে বলবে, যে এটা তোর দ্বারা হবে না। কিন্তু মনে রাখবেন যারা আপনার সপ্নকে অবহেলা করে তারা আপনার পথ দেখানের যোগ্য না। তোমার যাত্রাটা একান্ত আপনার নিজের। তারা জানে না,আপনি কতটা প্রতিজ্ঞাবদ্ধ,কতটা শক্তিশালী। আপনি যখন লড়াই করবেন তখন হার জিতের কথা ভুরে যাবেন। শুধু আপনার লক্ষ্য ঠিক রাখেন। প্রতিদিন এক পা, এক পা, করতে এগিয়ে যান।

আপনার প্রতিদিনের ছোটো ছোটো প্রচেষ্টাই আপনাকে বড় জয়ের সিড়ি তৈরি করে দেবে। মনে রাখবেন রাতের পরই আসে দিন। কিন্তু মনে যতই অন্ধকার আসুক না কেন এক সময় আলো আসবেই। আপনি হয়তো কষ্ট পাচ্ছেন, হয়তো ভেঙে পড়ছেন। কিন্তু এই মুহূর্ত টাই, আপনাকে নতুন করে গড়ে তুলবে। একবার ভেবে দেখুন কতবার  আপনি হেরে উঠে দাঁড়িয়েছেন। কতবার আপনি ভেবেছেন আর পারবেন না? কিন্তু আজও আপনি আছেন। লড়াই করছেন।

আপনি পারবেন, অবশ্যই পারবেন। আজকের সব কষ্ট, সব চ্যালেঞ্জ, সব বাধা আপনাকে আরো শক্তিশালী করছে। জীবন একটাই, আর এই জীবন আপনার নিজের। জিততেই হবে,হ্যাঁ, জিততেই হবে। সামনের দিকে তাকান। আপনার স্বপ্নের দিকে। এখই সময় লড়াই করার। আপনি আপনার জীবনের নায়ক। আপনি আপনার গল্পটা আপনি নিজেই লিখবেন। কারণ আপনি একজন সুপার হিরো।

আল্লাহর উপর ভরসা রেখে, নিজের লক্ষ্যকে সামনে রেখে, এগিয়ে চলুন। ইনশাআল্লাহ সফলতা একদিন আসবেই।

নিজ লক্ষ্যে পৌছানোর শক্তি

পরিশ্রমী হন, অন্যের উপর নির্ভরশীল না

কবিরা গুনাহ থেকে বাঁচার উপায় !

Leave a Comment