তুর্কি যুগ

তুর্কি যুগ সম্পর্কে আলোচনা। 

বাংলা সাহিত্যে মধ্যযুগের শুরুতেই ১২০১ থেকে ১৩৫০ খ্রিষ্টাব্দ পর্যন্ত সময়কে তথাকথিত, অন্ধকার যুগ বলে একটি বিতর্কিত বিষয়ের অবতারণা করা হয়েছে। তুর্কি শাসকদের সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়। তুর্কি যুগকে প্রধানত ভাষা গঠনের যুগ ছিল বলে মনে করা হয়। অন্ধকার যুগের সাহিত্য সৃষ্টির কোনো নির্দশন পাওয়া যায় নি এ কথাও সত্য নয়। এ সময়ে বাংলা সাহিত্যের ব্যাপক নিদর্শন পাওয়া না গেলেও অন্যান্য ভাষার সাহিত্য সৃষ্টির নিদর্শন বর্তমান থাকাতে অন্ধকার যুগের অপবাদের অসারতা প্রমানিত হয়। 

অন্য ভাষায় রচিত এ সময়ের উল্লেখযোগ্য গ্রন্থ-

শূন্যপুরাণ : রামাই পন্ডিত রচিত ধর্মপূজার শাস্ত্রগ্রন্থ। শূন্যপুরাণ গদ্য-পদ্য মিশ্রিত চম্পূকাব্য নিরজ্ঞনের রুষ্মা শূন্যপুরাণ কাব্যের অংশ বিশেষ। 

সেক শুভোদয়া: রাজা লক্ষণ সেনের সভকবি হলায়ূধ মিশ্র রচিত সেক শুভোদয়া সংস্কৃত গদ্যপদে লেখা চম্পূকাব্য। 

চর্যাপদের আবিষ্কার কখন হয়?

রাজা রামমোহন রায়।

( BUET) বুয়েটের প্রতিষ্ঠাতা নবাব সলিমুল্লাহ এর পরিচয় !

Leave a Comment