দাজ্জালের আত্মপ্রকাশ সম্পর্কে মিথ্যা গুজব।

দাজ্জালের আত্মপ্রকাশ সম্পর্কে মিথ্যা গুজব জেনে নেওয়া যাক।কুস্তুনতুনিয়া বীজের পর আবারও ইমাম মাহদী ইসলামী রাষ্ট্র পরিচালনার কাজে ব্যস্ত হয়ে পড়বেন। ইতিমধ্যে চতুর্দিকে গুজব ছড়িয়ে পড়বে যে, দাজ্জাল মুসলমানদের ধ্বংসলীলায় অবতীর্ণ হয়েছে। সংবাদ প্রাপ্তির সাথে সাথেই ইমাম মাহদী সিরিয়া অভিমুখে প্রত্যাবর্তন করবেন এবং এই সংবাদের সত্যতা যাচাই করার জন্য ৫ অথবা ৯ জন অশ্বারোহীর একটি দল প্রেরণ করবেন। 

যাদের সম্পর্কে আখেরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎ বাণী করে বলে গেছেন যে, আমি তাদের মাতা পিতা, বংশ- গোত্রের নাম এবং তাদের অশ্বের বর্ণ সম্পর্কেও অবগত আছি। তারা বর্তমানে ভূপৃষ্ঠের সকল মানুষ থেকেও উত্তম চরিত্র ও আদর্শের অধিকারী হবে।  ইমাম মাহদী দাজ্জালের সংবাদ সংগ্রহের জন্য যে অগ্রদূতের এই বাণী প্রেরণ করবেন, তারা তথ্য অনুসন্ধান করার পর এ ব্যাপারে নিশ্চিত হবেন যে, দাজ্জাল বের হওয়ার এই রটনা শুধু একটি গুজব।

হযরত আলী  (রা.) এর পরিচয়

মহানবী হযরত মুহাম্মদ সাঃ এর জন্ম ও শৈশব

আইপিএল এর দলগুলোর আয়ের উৎস

Leave a Comment