দাজ্জালের উত্থান সম্পর্কে

 দাজ্জালের উত্থান সম্পর্কে কিছু কথা। দাজ্জাল বের হওয়ার  গুজব ও মিথ্যা রটনা সম্পর্কে ইমাম মাহদী নিশ্চিত হওয়ার পর তিনি এ ব্যাপারে আর সময় নষ্ট না করে অন্যন্ত ধীর ও স্থিরভাবে রাষ্ট্রীয় সকল কার্যক্রম সম্পাদনের মনোনিবেশ করবেন। সময় গড়াতে না গড়াতেই সত্যিই দাজ্জালের উত্থান ঘটবে। সাধারণ মানুষের মাঝে মুসলমানদের আজন্ম শত্রু ইয়াহুদী সম্প্রদায়ভুক্ত এই দাজ্জালের পরিচয় ঘটবে মসীহ নামে।

সাদা ডোরা কাটা তার ডান চোখ উপরের দিকে উত্তি থাকবে । তার কেশ হবে কুঁকড়ানো। আরোহণের জন্য তার একটি বড় গাধা থাকবে। তার উত্থান ঘট েইরাক ও সিরিয়ার মধ্যবর্তী একটি স্থান থেকে। প্রথবে সে নবুওয়াত ও রিসালাত – এর দাবি করে বসবে। অতপর সে এ স্থান থেকে স্পেন চলে আসবে। এখানে সত্তর হাজার ইয়াহুদী তার সংসর্গে আসবে। দাজ্জাল তার এ বিরাট অনুসারী বাহিনীর সামনে নিজেকে খোদা বলে দাবি করে বসবে এবং চতুর্দিকে সে তার এই ফিতনা সম্প্রসারিত করতে থাকবে। সে দুনিয়ার অধিকাংশ স্থান ঘুরে ঘুরে মানুষ থেকে নিজে নিজেরই প্রভুত্বের স্বীকৃতি আদায় করতে থাকবে।

দাজ্জালের মক্কা মদিনায় প্রবেশের ব্যর্থ চেষ্টা

দাজ্জালের আত্মপ্রকাশ সম্পর্কে মিথ্যা গুজব।

Leave a Comment