দাজ্জালের মক্কা-মদিনায় প্রবেশের ব্যর্থ শ্রেষ্ঠ সম্পর্কে আলোচনা- এই অবস্থায় দাজ্জাল অসংখ্য দেশ ও শহর পরিভ্রমণ শেষে ইয়েমেনের সীমান্তে এসে পৌঁছাবে। ইয়েমেন সীমান্তে পৌঁছার পর দাজ্জালের অনুসারীর সংখ্যা বিপুল পরিমাণ বৃদ্ধি পাবে। তাই সে এখান থেকে মক্কা অভিমুখে যাত্রা শুরু করে মক্কার কাছাকাছি এসে অবস্থান গ্রহণ করবে।
কিন্তু ফেরেশতাদের প্রতিরক্ষা ব্যুহ ভেদ করে সে মক্কায় প্রবেশ করতে পারবে না। এরপর দাজ্জাল মদিনার উদ্দেশ্যে যাত্রা করবে। এই সময় মদিনায় প্রবেশের জন্য গেট থাকবে সর্বমোট সাতটি। মদিনা সংরক্ষণের ব্যবস্থা হিসেবে আল্লাহ রাব্বুল আলামীন এ সময় মদিনা প্রবেশের প্রতিটি গেটে দুজন করে ফেরেশতা সুনির্দিষ্ট করে রাখবেন।
এই ফেরেস্তাদের ভয়ে দাজ্জাল বা তার কোন অনুসারীরাই মদিনায় প্রবেশ করার সাহস পাবে না। এছাড়া মদিনার ভেতরেও দাজ্জালের কোন অনুসারী থাকতে পারবেনা। কেননা এরই ভেতর তিন তিনবার মদিনায় ভূমিকম্প হবে। যে কারণে অবিশ্বাসী মুনাফিকরা মদিনা ছেড়ে চলে যাবে। তাদের মনে হবে, মদিনার প্রতি আল্লাহর সন্তুষ্টি থাকলে এখানে বারবার ভূমিকম্প হতো না। তাই মদিনা ছেড়ে এরা দাজ্জাল ও তার বাহিনীর সাথে যোগদান করবে।
দাজ্জালের আত্মপ্রকাশ সম্পর্কে মিথ্যা গুজব।