নবীজির মৃত্যুর কয়েক দিন আগে কি ঘটেছিল?

 নবীজির মৃত্যুর কয়েক দিন আগে যে ঘটনা ঘটেছিল- একদিন নবীজি বাকিয়া নামক কবর স্থান জিয়ারত করে ফিরে আসার সময় প্রচন্ড মাথা ব্যথা শুরু হয়। সেখান থেকে বাড়ি ফিরে তিনি  জ্বরে আক্রান্ত হয়ে যান। এই জ্বর প্রায় ১৩ দিন যাবত ছিল। যখন নবীজির মৃত্যুর সময় ঘনিয়ে আসলো।

 আল্লাহ তা’আলা তখন আজরাইল আলাইহি ওয়াসাল্লাম কে বললেন হে আজরাইল তুমি কি জানো আজ কার জান কবজ করতে যাচ্ছ? আজরাইল কে বলল তুমি আজ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আমার প্রাণের বন্ধুর জান কবজ করতে যাচ্ছে। যদি সে অনুমতি দেয় তাহলে তার জান কবজ করবে আর নয়তো ফিরে আসবে।

এরপর আজরাইল আলাইহিস সালাম নবীজির রূহ কবজ করার জন্য ঘরে প্রবেশ করলেন। নবীজিকে সালাম দিয়ে বললেন হে আল্লাহর রাসূল আমি মালাকুল মউত। আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার রূহ কবজ করতে পারব, নয়তো খালি হাতে ফিরে যেতে হবে। এরপর নবীজি অনুমতি দিলেন এবং রূহ কবজ করা হলো।

আমাদের প্রিয় নবী কে ভালোবেসে থাকলে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিন এবং আপনার মতামত নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন।

স্মৃতি শক্তি বৃদ্ধি করার উপায় !

সুখী হতে চাইলে এই যে বিষয় গুলো মনে রাখবেন

 কাবা শরীফের দিকে পা রেখে ঘুমালে কি হবে?

Leave a Comment