নামাযের ভিতরে এবং বাহিরে ১৩ ফরজ। নামাযের বাহিরে ৭ ফরয।
নামাযের বাহিরে ৭ ফরয।
১। শরীপ পাক থাকতে হবে।
২। কাপড় পাক পাক থাকতে হবে।
৩। নামাযের জায়গা পাক থাকতে হবে।
৪। ছতর ঢাকা থাকতে হবে।
৫। কেবলামুখী হয়ে থাকতে হবে।
৬। ওয়াক্ত মত নামায আদায় করতে হবে।
৭। নামাযের নিয়ত করতে হবে।