নারীর প্রতি সহিংসতার প্রকৃতি সম্পর্কে আলোচনা-
বাংলাদেশে নারীর প্রতি সহিংসতা ক্রমান্বয়েই বৃদ্ধি পাচ্ছে, যা নারীর স্বাধীনতার ক্ষেত্রে প্রধান প্রতিবন্ধকতা। নারীর প্রতি সহিংসতার নানা প্রকৃতি রয়েছে। নারীরা বাড়িতে শারীরিক ও মানসিক যেসব নির্যাতনের শিকার হয় তাকে বলে পারিবারিক সহিংসতা। স্বামী, শাশুড়ি, ননদ এবং পরিবারের অন্যান্য সদস্য দ্বারা এ প্রকৃতির নির্যাতনের শিকার হয়।
এসব সহিংসতার মধ্যে রয়েছে স্ত্রী প্রহার, যৌতুক সম্পর্কিত নির্যাতন, শিক্ষাবঞ্চনা, সম্পত্তির অধিকারের বঞ্চনা, অত্যধিক কাজে বাধ্য করা, কন্যা শিশুকে মারপিট, যৌনপীড়ন প্রভৃতি। যৌন হয়রানি, নির্যাতন ও ধর্ষণ হলো নারীর প্রতি বর্বর, নির্মম ও পৈশাচিক সহিংসতা। এটি অপরাধের মধ্যে নিকৃষ্টতম। এ অপরাধ প্রতিরোধে কঠোর সামাজিক আইন রয়েছ।
পোস্টটি ভালো লাগলে বন্ধদের মাঝে শেয়ার করবেন এবং কমন্টে বক্সে আপনার মতামত জানাবেন।
বিসিএস ও পিএসসির প্রশ্নফাঁস গ্রেপ্তার ১৭ জন
বস্তাভরা পয়সা নিয়ে ‘আইফোন’ কিনলেন ভিক্ষুক বিস্তারিত…