নারীর জীবনে সহিংসতার প্রভাব জটিল ও ভয়াবহ। নারীর প্রতি শারীরিক নির্যাতন কখনও নারীর অঙ্গহানি ঘটায়। নারীর প্রতি সহিংসতার সবচেয়ে নিকৃষ্টতম ও জঘন্য অপরাধ হলো-ধর্ষণ, এসিড নিক্ষেপ ও খুন। এ অপরাধ প্রতিরোধে ও প্রতিকারে বিভিন্ন আইন ও আইনের প্রয়োগ রয়েছে।
এসব ঘটনায় নারীর শারীরিক, মানসিক স্বাস্থ্য ক্ষতবিক্ষত হয়। অনেক ক্ষেত্রে নারী আত্নহত্যা পর্যন্ত করে থাকে। সহিংসতার শিকার নারীরা সমাজে স্বাভাবিক জীবনযাপন করতে পারে না। নারীর প্রতি এ সহিংসতা আমাদের দেশের অর্থনীতিকেও প্রভাবিত করে। সহিংসতার শিকার নারীরা শারীরিক সমস্যার পাশাপাশি নানা মানসিক রোগে ভোগেন।