আইন বিভাগ কি?

আইন বিভাগ সরকারের তিনটি বিভাগের একটি হচ্ছে আইন বিভাগ। আইন বিভাগ আইন প্রণয়ন এবং প্রয়োজন বোধের প্রচলিত আইনের সংশোধন বা রদবদল করে থাকে। আইন বিভাগের একটি অংশ হলো আইনসভা বা পার্লামেন্ট। আইনসভা আইন প্রণয়ন করে। আইনসভা নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে কিংবা কোন কোন ক্ষেত্রে মনোনীত সদস্যদের নিয়ে গঠিত হয়। আইনসভা প্রণীত আইন রাষ্ট্রপ্রধানের সম্মতি লাভের পর কার্যকর হয়। প্রত্যেক রাষ্ট্রের আইনসভা রয়েছে এবং এসব আইনসভা বিভিন্ন নামে পরিচিত। বাংলাদেশের আইন সভার নাম জাতীয় সংসদ, মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেস, বৃটেনের আইনসভা পার্লামেন্ট এবং অধিকাংশ মুসলিম রাষ্ট্রের আইনসভা মজলিস নামে পরিচিত।  কোন দেশের আইনসভা এক কক্ষ বিশিষ্ট আবার কোন দেশের আইনসভা দ্বি কক্ষ বিশিষ্ট হয়ে থাকে। দ্বি কক্ষ বিশিষ্ট আইনসভা উচ্চ পরিষদ ও নিম্ন পরিষদ থাকে। বাংলাদেশের আইনসভা অবশ্য এক কক্ষ বিশিষ্ট ,ভারত ।যুক্তরাষ্ট্র ব্রিটেনের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট।

প্রধানমন্ত্রীর পদমর্যাদা ।

সৈয়দ নজরুল ইসলাম এর পরিচয়

RanR : সিনেমাপ্রেমী এক ইউটিউবারের গল্প..

বঙ্গবন্ধু স্যাটেলাইট -১

Leave a Comment