নিজের মূল্য বাড়ানোর উপায়

নিজের মূল্য বাড়ানোর জন্য এই উপায় মেনে চলুন……

১) যারা আপনাকে মূল্যায়ন করে না তাদের কাছ থেকে অনেকটা দুরত্ব বজায় রাখুন।

২) বিনা প্রয়োজনে কাউকে সাহায্য বা পরামর্শ দেওয়ার চেষ্টা কখনোই করবেন না।

৩) প্রয়োজন ছাড়া অতিরিক্ত কথা বলা থেকে নিজেকে বিরত রাখুন।প্রয়োজনের বাইরে কথা বলা থেকে ১০০% বিরত রাখুন।

৪) সাধারণ থাকা ভালো….. তবে বোকামি করা ভালো না।… সব সময় সতর্ক থাকুন।

৫) এমনভাবে নিজের ব্যক্তিত্বটাকে গড়ে তুলুন যাতে কেউ আপনাকে অবমাননা করার সাহস না পায়। …. এমন ভাবে নিজের ব্যক্তিত্বটা গড়ে তুলুন বা নিজেকে প্রতিষ্ঠিত করেন।

৬) নিজের সীমাবদ্ধতা ও অক্ষমতা সম্পর্কে সচেতন থাকুন,,,,,সবকিছু সীমাবদ্ধতায় করার চেষ্টা করুন এবং নিজের অক্ষমতা গুলো চিহ্নিত করে তা দূর করার চেষ্টা করুন।…ব্যাপক ভাবে পরিশ্রম করুন…. দরকার হয় যে কোনো কাজ ছোট আকারে শুরু করুন।

আল্লাহর উপর ভরসা রেখে নিজের সাহস ও শক্তি এবং সঠিক বিচার বুদ্ধিদিয়ে চেষ্টা করুন……. সফলতা একদিন আসবেই ইনশাল্লাহ!

মোটিভেশনাল হিস্টোরি

Leave a Comment