পশ্চিম আকাশে সূর্যোদয়

ধোঁয়ার আচ্ছাদন কেটে যাওয়ার পর যিলহজ্জ মাসের নয় তারিখ দিবাগত রাতটি খুব দীর্ঘতর হবে। রাতের দীর্ঘতা দেখে মুসাফিররা আতঙ্কগ্রস্থ,শিশু বাচ্চারা নিদ্রা থেকে জাগ্রত, পশুপাখির আহারের জন্য ছটফট, সর্বোপরি সারা দুনিয়ার মানবকূল ভীত-সন্ত্রস্থ হয়ে জোরে জোরে কান্নাকাটি শুরু করে দিবে। তারা মূখে তওবা-তওবা শব্দ উচ্চারণ করতে থাকবে। হতাশা এবং নিরাশাগ্রস্থ মানুষ দিনের আলোর জন্য অস্থির হয়ে পড়বে।

এমনি হতাশা ও নিরাশার মাঝে প্রায় তিন চার রাতের মত দীর্ঘ হওয়ার পর চন্দ্রগ্রহণের ন্যায় সূর্য একেবারে ক্ষীণ ও সামান্য রৌশনীয়সহ পশ্চিমাকাশে উদিত হবে। এই অবস্থা দেখে সমস্থ মানুষ আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হবে এবং মুখেও  তা স্বীকার করতে থাকবে। কিন্তু ঐ  সময় আর তাদের এই বিশ্বাস আর স্বীকারের কোন মূল্যই থাকবে না।

তাওবার দরজা তথন সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে। এরপর থেকে সূর্য আবার পূর্ব দিক থেকে তার পূর্ণ উজ্জলতা ও আলোকরশ্মি নিয়ে স্বাভাবিকভাবেই উদিত হয়ে থাকবে।

ইয়াজুজ- মাজুজের ধ্বংসলীলা

আল্লাহ তাআলার বিশেষ কিছু নিয়ামত

বন্যার্থদের পাশে শায়েখ আহমাদুল্লাহ

Leave a Comment