পিএসসির প্রশ্নফাঁসে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সুদীর্ঘ ৬ বছর অনুসন্ধান শেষে প্রশ্নফাঁসের পুর রহস্যটি জাতির সামনে তুলে এনেছেন চ্যানেল ২৪ এর এক সাহসী সাংবাদিক। তিনি হলেন আবদুল্লাহ আল ইমরান। সাংবাদিকতায় তাক লাগিয়ে দেয়া ইমরান বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন সামাজিক বিজ্ঞানে। লেখালেখির নেশায় যোগ দিয়েছেন সাংবাদিকতায় । তার জন্ম খুলনা জেলায়।
ঢাকা বিশ্বাবদ্যালয়ে পড়াশোনা শেষ করে প্রথমে নিয়োগ দৈনিক কালের কন্ঠ পত্রিকায় কাজ করতেন ফিচার বিভাগে।তার লেখার অভ্যাস থাকার কারণে লং রিড আর একটি ঘটনার আদ্যোপান্ত দেখার ও লেখার চোখটা জন্ম দেয়। কয়েক বছর কাজ করার পর তিনি রিপটিং এ যোগদান করেন। তার পর তিনি দৈনিক সকালের পত্রিকায় যোগ দিলেন স্টাফ রিপোটার হিসেবে।এই কাজ করতে গিয়েই আইন ও সমাজবিরোধী বিভাগে কাজ শুরু করেন।
নিজেকে গড়ে তোলেন অনুসন্ধানী সাংবাদিক হিসেবে। ইউনিভার্সিটি অব টরেন্টো ডালা লানা স্কুলে অব পাবলিক হেলথের অধীনে ইনভেস্টিগেটিভ জার্নালিজম কুরোতে ইন্টার্নশিপ করেছেন। তার পর তিনি চ্যানেল ২৪ এ কাজ শুরু করেছেন। এই টেলিভিশনে তিনি অনুসন্ধানি রিপোটার হিসেবে যেগদান করেন।
ভারত থেকে খাদ্য দ্রব্য আমদানি !
ঢাকা মেডিকেলের ভূয়া ডাক্তার মুনিয়া রোজা?
এ কে আজাদের সফলতার গল্প তিনি হলেন channle 24 এর মালিক।