পূর্ব-পশ্চিমে ভূমি ধ্বস ও অলৌকিক ধোঁয়ার গ্রাস

কুফর, অজ্ঞতা আর কু-প্রথার সয়লাব বিস্তার লাভের সাথে সাথে আল্লাহ তাআলা তাঁর আরও নিদর্শন পৃথিবীবাসীকে প্রত্যক্ষ করাবেন। সেই সব নিদর্শনের মাঝে অন্যতম একটি হলো- পৃথিবীর পূর্ব  প্রান্তের একটি এবং পশ্চিম প্রান্তের একটি স্থান ধ্বসে পড়া। এই ভূমি ধ্বসের ফলে তাকদীর অস্বীকারকারীরা ধ্বংস হয়ে যাবে। এছাড়া এ সময়েই পৃথিবীবাসী এক বিশাল ধোঁয়ার কুন্ডলী প্রত্যক্ষ করতে পারবে।

এই ধোয়ার কুন্ডুলী ক্রমশ সমগ্র বিশ্বকে গ্রাস করে ফেলবে। ধোঁয়ার তীব্রতায় মানবকূল অতিষ্ঠ হয়ে পড়বে। সকলের মাঝে এক চরম অস্থিরতা বিরাজ করতে থাকবে। ফলে মুসলমানরা স্থূল বুদ্ধিসম্পন্ন,অনুভূতিশূন্য, ব্যুতপত্তিহীন হয়ে পড়বে। ঠান্ডা বা সর্দিজনিত রোগে আক্রান্ত হয়ে তারা একেবারে দুর্বল ও ক্ষীণ হয়ে যাবে। কিন্তু কাফের এবং মুনাফেকরা এই ধোঁয়ায় আক্রান্ত হয়ে কেউ একদিন, কেউ দুইদিন, আবার কেউ তিনদিন অবচেতন থেকে পুনরায় চৈতন্য ফিরে পাবে। চল্লিশ দিন পর্যন্ত এই ধোঁয়া সমগ্র পৃথিবীকে অন্ধকারে আচ্ছন্ন করে রাখবে। এরপর ধীরে ধীরে আকাশ পরিষ্কার হয়ে যাবে।

বন্যার্থদের পাশে শায়েখ আহমাদুল্লাহ

 ভারতের উপর কেন এতটা খুব্ধ, প্রতিবেশি দেশগুলো?

আইনজীবী মানজুর আল মতিন এর পরিচয়

Leave a Comment