পৃথিবীর সবচেয়ে দ্রুততম পাখি The fasted bird in the world

পৃথিবীর সবচেয়ে দ্রুততম পাখিটির নাম পেরিগ্রীন ফ্যালকন বা পেরিগ্রন শাহিন বা শহিন পাখি নামেও পরিচিত। অসম্ভব দ্রুততা সম্পন্ন এই পাখি ঘন্টায় ৩২২ কি.মি বা ২০০ মাইল বেগে উড়তে পারে। গতির রাজা হওয়ার কারণে  পাকিস্তান এ পাখির নামে তাদের ব্যালিস্টিক মিসাইলের নামকরণ করেছে।  বাংলাদেশেও আছে বিমান বাহিনী পরিচালিত বিএএফ শাহীন স্কুল এন্ড কলেজ। শিকার ধরার জন্য এ পাখিটি নিচের দিকে লাভ দিয়ে মাধ্যাকর্ষণ শক্তিকে ব্যবহার করে।

যে তীব্র গতিবেগে শিকারি পাখিটি শিকারকে নখ দিয়ে খামছে ধরে তাতে শিকারের ঘাড় সাথে সাথে মটকে যায় বুলেটের মত ধাক্কাতে কাবু হয়ে যায় শিকার। এই পাখির বৈজ্ঞানিক নাম ফ্যালকন পেরিগ্রিনাস। ছোট গরণের প্রাপ্তবয়স্ক এই পাখির পিঠের দিকে কালচে ধূষর দেহের নিচের দিক লালচে মাথার আবরণ কালো রঙের শীতে এই পাখিটি আমাদের দেশে অতিথি পাখি হয়ে আসে মূলত উত্তর ও দক্ষিণ আমেরিকা ইউরেশিয়া, চীন,ইন্দোনেশিয়া ভারত সহ এশিয়ার এই দেশগুলোতে মেলে।

বাংলাদেশের সবচেয়ে বড় পরিবার The biggest family in bangladesh
মিজানুর রহমান আজহারী দেশ ছেড়েছিলেন কেন? Why did Mizanur Rahaman Azhari leave the country?


Leave a Comment