প্যারীচাঁদ মিত্র

প্যারীচাঁদ মিত্র জন্মগ্রহণ করেন ১৮১৪ খ্রিষ্টাব্দে। প্যারীচাঁদ মিত্র বাংলা সাহিত্যের প্রথম ঔপন্যাসিক। তাঁর ছদ্মনাম টেকচাঁদ ঠাকুর। তার বিখ্যাত উপন্যাস আলালের ঘরের দুলাল, আধ্যত্মিকা, অভেদী। 

 আলালের ঘরের দুলাল (১৮৫৭ খ্রিষ্টাব্দে রচনা করেন) । এটি বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস। প্যারীচাঁদ মিত্র বাংলা সাহিত্যের উপন্যাস ধারার প্রতিষ্ঠাতা পুরুষ (প্রথম ঔপন্যাসিক ) । উপন্যাসটির প্রধান চরিত্র ঠকচাচা। 

উপন্যাসটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কর্তৃক প্রশংসিত হয়। উপন্যাসে লেখক যে কথ্য ভাষা ব্যবহার করেছেন তা আলালী ভাষা নামে পরিচিতি লাভ করে। গ্রন্থটি The Spoiled Child’ শিরোনামে ইংরেজিতে অনূদিত হয়। তার বিখ্যাত গ্রন্থ হলো।-

 লিখিত উপন্যাস হলো– ১. আলালের ঘরের দুলাল ২. আধ্যাতিকা  ৩.  অভেদী।

লিখিত প্রহসন হলো– মদ খাওয়া বড় দায়- জাত থাকার কি উপায়।

লিখিত প্রবন্ধ গ্রন্থ হলো-বামারজ্ঞিকা।

কবি আহসান হাবীব

কবি মিল্টন এর জীবনি

রাজা রামমোহন রায়। .

Leave a Comment