মুক্তিযুদ্ধের সূচনা এবং মুজিবনগর সরকারের কার্যক্রম।

মুক্তিযুদ্ধের সূচনা এবং মুজিবনগর সরকারের কার্যক্রম। ১৯৭১ সালে ২৫ মার্চ বঙ্গবন্ধু তাঁর ঘনিষ্ঠ সহযোগীদের সাথে উদ্ভূত পরিস্থিতি আলোচনা করেন। দীর্ঘ ২৪ বছরের শোষন, বজ্ঞনা, অত্যাচার ও নিপীড়ন থেকে স্থায়ী মুক্তির প্রত্যাশায় বাঙালিরা স্বাধীনতার জন্য যুদ্ধ শুরু করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলার আম্রকাননকে নামকরণ করা হয় মুজিবনগর। মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব জনমত গঠনের লক্ষ্যে ১৯৭১ সালে ১০এপিল নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে মুজিবনগর সরকার গঠন করা হয়। মুজিবনগর সরকার শপথ গ্রহণ করেন ১৯৭১ সালে ১৭ এপ্রিল।

রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন – বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

উপরাষ্ট্রপতি – তাজউদ্দিন আহম্মেদ।

অর্থমন্ত্রী – এম মনসুর আলী।

স্বরাষ্ট্র , ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী – এ এইচ এম কামরুজ্জামান ।

পররাষ্ট্র ও আইনমন্ত্রী – খন্দকার মোশতাক আহমেদ।

স্বাধীন বাংলাদেশ সম্পর্কে

১৯৬৯ সালের গণঅভ্যুত্থান

নির্বাচন কমিশনের ক্ষমতা ও কাজ

Leave a Comment