প্রসিদ্ধ আসমানী কিতাবসমূহ

প্রসিদ্ধ আসমানী কিতাবসমূহের বর্ণনা- আল্লাহ তাআলা সর্বমোট 104 খানা আসমানী কিতাব নাজিল করেছেন। এর মধ্যে () চারখানা বড় প্রসিদ্ধ এবং 100 খানা। ছোট কিতাব গুলোকে  সহিফা বলা হয়। বড় চারখানা কিতাব চারজন প্রসিদ্ধ রাসেলের ওপর নাযিল হয়। এগুলোর নিচে দেওয়া হল-

(১) তাওরাত- হযরত দাউদ (আ.)- এর উপর নাযিল হয়েছে।

(২) যাবুর- হযরত দাউদ (আ.)- এর উপর নাযিল হয়েছে।

(৩) ইঞ্জিল- হযরত ঈসা (আ.)- এর উপর নাযিল হয়েছে।

(৪) কুরআন- বিশ্ব নবী হযরত মুহাম্মদ (স.) এর উপর নাযিল হয়েছে। 

আর 100 খানা সহিফা মোট চারজন নবীর উপরে নাযিল হয়। যেমন

(ক) হযরত আদম (আ.) এর উপর সহিফা নাযিল হয়েছে ১০ খানা।

(খ) হযরত শিস (আ.) এর উপর নাজিল হয়েছে ৫০ খানা সাইফা।

(গ) হযরত ইব্রাহিম (আ.) এর উপর  ১০ খানা সহীফা নাযিল হয়েছে।

(ঘ) হযরত ইদরিস (আ.) এর উপর ৩০ খানা সহিফা নাজিল হয়েছে। 

আসমানি কিতাব কাকে বলে?

ড. জাকির নায়েকের পরিচয়

BUET বুয়েট কেন সেরাদের সেরা?

Leave a Comment