৫০০ টন ত্রাণ নিয়ে বন্যা দুর্গতদের পাশে শায়েখ আহমাদুল্লাহ। যার মধ্যে আছে ২০০ টন চাল, ২০ হাজার বোতল তেল, ৩০ টন খেজুর, ও ৩০ টোল চিড়া। এছাড়াও আরো আছে ৪০ টন ডাল, সাড়ে ২৭ টন লবণ, ১৫ টন চিনি, ২০ হাজার পিস পানির বোতল, এবং দেড় লাখ পানি বিশুদ্ধিকরন ট্যাবলেট, মোমবাতি ও দিয়াশালাই। এসব মালামাল ঢাকায় প্যাকেজিং করে তারপর পাঠানো হবে, তবে প্রথম পর্যায়ে ১০ টন খেজুর, দশ টন চিড়া, ৫ টন চিনি, ৫ টন লবণ ও অন্যান্য ত্রাণ সামগ্রী নিয়ে তিনটি ট্রাক ফেনীর উদ্দেশ্যে চলে গেছে।
৫ হাজার পরিবারের মধ্যে এসব ত্রান সামগ্রী বিতরণ করা হচ্ছে।দেশ জুরে ছয় জেলায় আকষ্মীক বণ্যায় প্রায় এক নব্বই হাজার ৬৬৩ টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। এখনো পর্যন্ত ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা ১৭ লাখ ৯৬ হাজার ২ শ ৪০ জন। বর্তমানে সবচেয়ে বেশি প্রয়োজন উদ্ধার কাজ। উদ্ধার কাজ করেছে সেনা ও নৌবাহিনী। ত্রাণসহ প্রয়োজনীয় সাহায্য শায়েখ আহমাদুল্লাহ ও আসসুন্নাহ ফাউন্ডেশন এগিয়ে এসেছে।
এর আগের বণ্যায় সিলেটে ক্ষতিগ্রস্থ ৩ হাজার পরিবার কে পুনর্বাসনের ব্যবস্থা করেছিল আস সুন্নাহ ফাউন্ডেশন।
শেখ হাসিনাকে গান শুনিয়ে তোপের মুখে চঞ্চল চৌধুরী