বস্তাভরা পয়সা নিয়ে আইফোন ফিফটিন কিনতে দোকানে হাজির এক ভিক্ষুক। সাথে নিয়ে যান লক্ষ টাকার বস্তা ভরা পয়সা। অবিশ্বাস্য এই ঘটনায় হতভম্ব হয়ে যান দোকানের কর্মচারীরা। ভিক্ষুকের কাছে আইফোন বিক্রি করতে তারা অস্বীকার করে। কিন্তু ভিক্ষুক ও নাছর বান্দা। তিনি সহজে হাল ছাড়লেন না কারণ বছর ঘুরে নতুন ফোন তার কেনার খুব ইচ্ছা। তবে কিছু ঘটনা ছাড়িয়ে যায় পাগলামিকে।
এই ফোন প্রেমীরা কিডনি বিক্রি করে হলেও তারা iphone কিনেন। iphone কিনতে একাধিক সম্পর্কে জড়াতেও ছাড়াও ঘটেছে সন্তান বিক্রির মত ঘটনা। একজন ভিক্ষুকের শখ জাগে সে iphone ব্যবহার করবে। যে বস্তা ভরা পয়সা নিয়ে আইফোন কিনতে পারি জমায় দোকানে। তার পরনে ছিল ছেরা, নোংরা, জামাকাপড়, শরীর ভর্তি কালিতে মাখা। এমনই এক ভিক্ষুককে দেখে চমকে ওঠেন দোকানের কর্মচারীরা। কিন্তু ভিক্ষুক সোজা কর্মচারীদের জানান তিনি ভিক্ষা চাইতে নন আইফোন ফিফটি কিনতে এসেছেন তিনি।
ভিক্ষুকের এমন কথা কে পাগলামি ভেবে উড়িয়ে দেয় তারা। কিন্তু চমকের যে আরো কিছু বাকি ছিল তখনও সাথে থাকা একটা বস্তা থেকে লাখ টাকার খুচরো কয়েন বের করেন ওই ভিক্ষুক।জানান এই কয়েন দিয়েই তিনি কিনতে চান আইফোন ফিফটিন।সামাজিক যোগাযোগ মাধ্যমে হইচই ফেলে দেওয়া এই ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থানে। তবে আইফোন কিনতে পুরো এক বস্তা কয়েন নিয়ে হাজির হবার পর ঘুরে যায় ঘটনার মোড় আর বের হয়ে আসে ঘরের আসল বেড়াল।
জানা যায় যে তিনি ভিখারীর বেশে iphone কিনতে এসেছেন তিনি আসলে ভিক্ষুক নন তিনি একজন ইউটিউবার। এক্সপেরিমেন্ট কিং নামে ইউটিউব চ্যানেল রয়েছে তার। সেখানে নানা রকম পরীক্ষামূলক ঘটনার ভিডিও বানিয়ে আপলোড করেন তিনি। আইফোন ফিফটিন বাজারে আসারপর ওই যুবক পরিকল্পনা করেন একটি মজার ভিডিও বানানোর। ব্যতিক্রমী এমন ভাবনা নেমে পড়েন কাজে। প্রথমে ভিক্ষুকের ছদ্মটা ঠিকঠাক নিয়ে নেন।
তারপর সোজা চলে যান একটি মোবাইল ফোনের দোকানে। তার অবস্থা এবং চালচলন দেখে দোকান কর্মীরা হতভম্ব হন। ভিক্ষুককে দোকানে হাজির হতে দেখে একটু ইতস্তত করছিলেন তারা। এরপর কাঁধে থাকা বস্তা সবার সামনে খুলে দেখান ওই যুবক। যেখানে রয়েছে লাখ টাকার বেশি কয়েন। দিয়েই তিনি আইফোন কিনতে চান। খুচরা নিয়ে iphone বিক্রি করতে রাজি হননি দোকানের কর্মীরা। তবে অনেক অনুরোধের পর দোকানের সকল কর্মীরা মিলে গুণেন সেই কয়েন। এই লাখ টাকার কয়েন গুনে নিয়ে নতুন আইফোন তুলে দেন যুবকের হাতে। এই থেকে তিনি একটা বার্তা পৌঁছাতে চান যে শুধু ধনীরাই কি iphone কিনবে বিষয়টা এরকম নয় একজন ভিক্ষুক ও আই ফোন কিনতে পারে।