বাজাজ ফ্রিডম বাইক

বাজাজ ফ্রিডম বাইক একটি বিশেষ ধরনে বাইক। ভারতের অটোমোবাইলস মোটরসাইকেলের দুনিয়ায় এক বিষেশ ধরনে বিপ্লব ঘটিয়ে বাজারে নিয়ে আসলো ভারতের বাজাজ অটোমোবাইলস। বাজারে আনলো সিএনজি চালিত মোটরসাইকেল। বাইকটি শুধু গ্যাস দিয়ে চলবেনা এর পাশাপাশি তেল দিয়েও চালানো যাবে বাইকটি। 

 বাইকটির ইন্জিন হিসাবে থাকছে বাজাজ ১২৫ সিসি।

বাইকটির দাম ভারতীয় টাকায় ৯৫ হাজার টাকা।

বাইকটির মাইলেজ থাকবে ঘন্টায় ২১৩ কিলোমিটার।

বিষেশ সুবিধা সিএনজি গ্যাস ও তেলে চালানো যাবে।

তেলে চালিত ১২৫ সিসির বাইক যেখানে ৩৫ থেকে ৬০ কিমি মাইলেস পর্যন্ত চালানো যায় সেখানে বাজাজের এই বাইকটি চলবে মাত্র ১০০ টাকার গ্যাস ভরে চালানো যাবে ১০২ কি মি। বাইকটির ইন্জিন ডিজাইন করা হয়েছে বিশেষভাবে যাতে সিএনজি বা পেট্রোল উভয় জ্বালানিতেই সর্বোচ্চ মাইলেস দিতে সক্ষম। 

সি এন জি ট্যাঙ্কটি স্থাপন করা হয়েছে চালকের সিটের ঠিক নিচের দিকে। ট্যাঙ্কটি বাইকের ফ্রেমের মাঝে এমনভাবে যুক্ত করা হয়েছে যাতে এর ব্যালান্স ও ডিজাইনে কোন নেতিবাচক প্রভাব না ফেলে। গ্যাস চালিত বাইক হলেও বাজাজ ফ্রিডমের ইন্জিন সাউন্ড পুরোপুরি তেলচালিত বাইকের মতই দেখতে। এংার কুলড ইন্জিনে এ বাইকটি ৫ গিয়ার বিশিষ্ট।  

সামনের চাকায় ব্যবহার করা হয়েছে ডিস্ক ব্রেক আর পেছনের চাকায় ব্যবহার করা হয়েছে ড্রাম ব্রেক। মোনো সাসপেন্সনের এই বাইকটির সিট বেশ লম্বা, তাই অনায়েসেই একাধিক ব্যক্তি চড়তে পারবে এই বাইকটিতে। নতুন এই বাইকটির আনুমানিক ওজন ১২০ কেজি। বাইকটির একটি অন্যতম বিশেষত্ব হলো এর দ্বৈতজ্বালানি ব্যবস্থাপনা। গ্যাস শেষ হয়ে গেলে এটি অকটেন বা প্রেট্রোলেও চলতে সক্ষম। 

বাইকটিতে রয়েছে আরও সুবিধা এর একটি সুইচের মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই সিএনজি থেকে প্রেট্রোলে পরিবর্তন করতে পারেন। এই বিশেষ সুবিধার ফলে ব্যবহারকারীরা জ্বালানি সংকটের সময়েও নিবিঘ্নে যাতায়াত করতে পারবেন। ভারতের বাজারে বাজাজের সিএনজি চালিত বাইক ফ্রিডমের দাম ধরা হয়েছে ৯৫ হাজার রূপি। বাংলাদেশে বাজাজ ডিসকভার ১২৫ সিসির বাইক ভারতীয় বাজারে যেখানে মাত্র ৬০-৬৫ হাজার চাকায় পাওয়া যায় সেখানে গ্যাসচালিত নতুন বাইক ফ্রিডমের দাম কিছুটা বেশি হলেও দীর্ঘমেয়াদে জ্বালানি খরচ সাশ্রয়ের মাধ্যমে এটি ব্যবহার কারিদের জন্য লাভজনক হয়ে উঠবে বলে আশা করা যায়। 

এ কে আজাদের সফলতার গল্প তিনি একজন সফল ব্যবসায়ী।

যেভাবে ভারত থেকে খাদ্য দ্রব্য আমদানি ! হয়?

বুয়েট সেরা আদনান আহমেদ তামিমের পরিচয়?

Leave a Comment