দ্বিপদ নামকরণের পদ্ধতি বা লক্ষ্য হলো -গণ নামের শেষে একটি প্রজাতিক নাম যুক্ত করে দুটি পদের মাধ্যমে ( আই সি বি এস) এর নীতিমালা অনুসারে একটি নির্দিষ্ট প্রজাতির জন্য একটি নির্দিষ্ট বৈজ্ঞানিক নাম প্রদান করাকে বলা হয় দ্বিপদ নামকরণ। কোনো বিশেষ জীব বা উদ্ভিদকুলকে সর্বজনস্বীকৃত একটি নির্দিষ্ট নামে শনাক্তকরণের জন্য জীবের নামকরণ করা হয়। একই জীব বিভিন্ন অঞ্চলে বিভিন্ন আঞ্চলিক নামে পরিচিত থাকে। ফলে জীব শনাক্ত করণে সমস্যা হয় । এ সমস্যা সমাধানই দ্বিপদ নামকরণের লক্ষ্য বা কারণ।