জীববিজ্ঞান শিক্ষার গুরুত্ব।

জীবিজ্ঞান শিক্ষার গুরুত্ব। বিজ্ঞানের অন্যতম একটি মৌলিখ শাখা জীববিজ্ঞান । এর গুরুত্ব নিচে দেওয়া হলো- ১. উদ্ভিদ ও বিভিন্ন প্রাণী সম্পর্কে জানা ও জ্ঞান লাভ করা যায়।

২.জীববিজ্ঞান শিক্ষার মাধ্যমে জীবদেহের বিভিন্ন অংশ ও অঙ্গের গঠন সম্পর্কে ধারণা লাভ করা যায়।

৩. জীবদেহে সংঘটিত বিভিন্ন রাসায়নিক কার্যক্রম সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করা যায়।

৪. প্রতিটি জীব কিভাবে নিজেকে পরিবেশের সাথে খাপ খাওয়াচ্ছে সে সম্পর্কে জানা যায়।

৫. জীবের প্রজনন সম্পর্কে সুস্পস্ট ধারণা লাভ করা যায়।

৬. জীবের চলাফেরায় স্নায়ুতন্ত্র কীভাবে কাজ করে বা পেশি চালনা করে তা জানা যায়।

৭.রক্ত সংবহনতন্ত্র পেশিল রক্ত সঞ্চালনের মাধ্যমে কীভাবে অক্সিজেন, পুষ্টি ও শক্তি যোগায় তা জানা যায়।

৮. প্রাণীর বেচেঁ থাকার জন্য প্রয়োজনীয় উপাদান সবুজ খাদ্য সবুজ উদ্ভিদ দ্বারা কিভাবে পরিচালিত হয় তা জানা যায়।

কনজুগেশন বলতে কী বুঝ?

দ্বিপদ নামকরণ পদ্ধতি কি? লক্ষ্য কি? ব্যাখ্যাকর।

Leave a Comment