বঙ্গবন্ধুর ৭ই মার্চে ভাষণ

বঙ্গবন্ধুর ৭ই মার্চে ভাষণ । বঙ্গবন্ধু তার ভাষণ দিয়েছিলেন ৭ই মার্চ ১৯৭১ সালে। তার ভাষণ শুরু হয় বিকেল ৩টা ২০ মিনিটে। বঙ্গবন্ধুর ভাষনের স্থান ছিল রেসকোর্সময়দান (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) রমনা ঢাকা। তার ভাষনের মোট সময় ১৮মিনিট. মনান্তরে ১৯মিনিট। তার ভাষনে শব্দ সংখ্যা ছিল ১,১০৮টি। বঙ্গবন্ধুর ভাষণে ভিডিও রেকর্ডকারী ছিলেন পাকিস্তান চলচ্চিত্র বিভাগের পরিচালক ও অভিনেতা আবুল খায়ের। সেখানে অডিও রেকর্ডকারী হিসেবে ছিলেন এ এইচ খন্দকার। সেখানে শব্দধারক ছিলেন সৈয়দ মইনুল আহসান । তার ভাষনের দাবি ছিল ৪টি।

বঙ্গবন্ধুর ভাষনের প্রথম লাইন ছিল -ভাইয়েরা আমার, আজ দুখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি।

তার ভাষনের শেষ লাইন ছিল- এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম , এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা।

সংবিধানের তফসিলে সংযুক্ত ৩০জুন ২০১১ জাতীয় সংসদে পাস হয় সংবিধানের পঞ্চাদশ সংশোধনীর মাধ্যমে পঞ্চম তফসিলে অন্তর্ভূক্ত করা হয়।

ভাষণটি অনূদিত হয় (জুলাই ২০২০ পর্যন্ত) ১২টি ভাষায়।

বাংলাদেশ সরকার ৭ ই মার্চকে ঘোষণা করে জাতীয় ঐতিহাসিক দিবস হিসেবে।

জীববিজ্ঞান শিক্ষার গুরুত্ব।

গ্রেগর জোহান মেন্ডেলকে বংশগতিবিদ্যার জনক কেন বলা হয় ?

দ্বিপদ নামকরণ পদ্ধতি কি? লক্ষ্য কি? ব্যাখ্যাকর।

Leave a Comment