বঙ্গবন্ধু স্যাটেলাইট -১ ।
বঙ্গবন্ধু স্যাটেলাইটের সফল উথক্ষেপণ হয় ১১ মে. ২০১৮ (বাংলাদেশ সময় ১২ মে. ২০১৮)। স্যাটেলাইট নির্মাতা বা প্রস্তুতকারক প্রতিষ্ঠান -Thales Alenia Space( France)। স্যাটেলাইট উতক্ষেপন কারী প্রতিষ্ঠান SpaceX .
স্যাটেলাইট পরিচালনাকারী প্রতিষ্ঠান বা স্যাটেলাইট কোম্পানি লি (BSCL)। স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন ২টি(গাজীপুরের তালিবাবাদ ও রাঙামাটির বেতবুনিয়া) স্যাটেলােইটের প্রান্সপনডার রয়েছে ৪০টি। স্যাটেলাইটের অরবিটাল অবস্থান ছিল ১১৯.১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। উথক্ষেপনের স্লোগান জয় বায়লা জয় বঙ্গবন্ধু। স্যাটেলাইট বহনকারী রকেট ফ্যালকন ৯।
স্যাটেলাইটের আয়ুস্কাল /মেয়াদকাল ১৫ বছর। বাংলাদেশ স্যাটেলাইট প্রেরণকারী ৫৭ তম দেশ।
গ্রেগর জোহান মেন্ডেলকে বংশগতিবিদ্যার জনক কেন বলা হয় ?