বিশ্বের প্রথম তৈরি জাহাজ

বিশ্বের প্রথম তৈরি জাহাজ ১৮০৭ সালের ১৭ আগস্ট নিউইয়র্কের প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে সফল স্টিম চালিত জাহাজ হিসেবে সমুদ্রে চলাচল শুরু করে। জাহাজটির নাম ছিল নর্থ রিভার স্টিমবোট। সামনের দিকে দু’পাশে প্যাডেল হুইল চালিত এই জাহাজটি ঘন্টায় সর্বোচ্চ ৮ কিলোমিটার বেগে চলতে সক্ষম ছিল।

ছোট আকারের এই জাহাজটিতে ছিল ৫৪টি বার্থ রান্নাঘর বার সহ  ক্রুদের থাকার রুমও। এর আগেও বিভিন্ন সময়ে স্টিম চালিত জাহাজ আবিষ্কৃত হলেও সেগুলো বাণিজ্যিকভাবে সফল ছিল না। ধীরে ধীরে এই জাহাজগুলোর মাধ্যমে বাণিজ্য প্রসার ঘটেছে। বাণিজ্যই একটি দেশকে উন্নত করতে পারে, সে ক্ষেত্রে জাহাজ  গুলো বড় একটা ভূমিকা পালন করেছে। বাণিজ্যের প্রধান মাধ্যম হল সমুদ্রপথ। বর্তমানে যা রূপ নিয়েছে বড় বড় কন্টেইনার বহনকারী জাহাজে।

বিশ্বের প্রথম তৈরি হওয়া ট্রেন !

বিশ্বের প্রথম তৈরি হেলিকপ্টার।

কোন বাহিনীতে সদস্য সংখ্যা সবচেয়ে বেশি?

Leave a Comment